ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
azadi ka amrit mahotsav

১,২৬,৩৭৩ জন জুয়েলার্স ৩০ নভেম্বর পর্যন্ত হলমারকিং এর জন্য নিবন্ধন করেছেন

১ জুলাই ২০২১ থেকে ৩০ নভেম্বর ২০২১ পর্যন্ত ৪.২৯ কোটি স্বর্ণালঙ্কার হলমার্ক করা হয়েছে

प्रविष्टि तिथि: 08 DEC 2021 4:18PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ ডিসেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় ক্রেতা, খাদ্য এবং গণবণ্টন মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনীকুমার চৌবে আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে জানিয়েছেন যে, ৩০ নভেম্বর ২০২১ পর্যন্ত ১,২৬,৩৭৩ জন জুয়েলার্স হলমারকিং এর জন্য নিবন্ধন করিয়েছেন। এছাড়াও ২০২১ সালের ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হলমার্ক যুক্ত স্বর্ণালঙ্কারের সংখ্যা ৪.২৯ কোটি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৫ জানুয়ারি থেকে স্বর্ণালঙ্কারে হলমারকিং বাধ্যতামূলক করা হয়েছে। তবে, করোনা জনিত অতিমারির কারণে দিনটি বাড়িয়ে ১ জুন করা হয়েছিল। ২০২১ সালের ২৩ জুন থেকে ১৪,১৮ এবং ২২ ক্যারেট সোনায় হলমারকিং বাধ্যতামূলক করা হয়। সারাদেশের মোট ২৫৬ টি জেলায় অন্তত একটি করে অ্যাসেইং এন্ড হলমারকিং সেন্টার, এ এইচ সি রয়েছে। হলমারকিং বাধ্যতামূলক করা নিয়ে 

এ এইচ সি এবং জুয়েলারদের প্রতিনিধি নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল।

 

CG/ SB


(रिलीज़ आईडी: 1779562) आगंतुक पटल : 132
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English