সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

শিশু ভিক্ষাবৃত্তি

Posted On: 07 DEC 2021 4:01PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৭ ডিসেম্বর, ২০২১
 
আদমশুমারি অনুযায়ী দেশে শিশু ভিক্ষাবৃত্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমছে। এই সংখ্যা ২০০১- এ ছিল ১,১২,৭৯৪। অন্যদিকে, ২০১১ সালে এই সংখ্যা দাঁড়িয়েছে ৪৫,২৯৬।
 
সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক 'স্মাইল- জীবিকা ও উদ্যেগের জন্য    প্রান্তিক ব্যক্তিদের সহায়তা' নামে একটি  প্রকল্পের রুপায়ন করেছে। যার মধ্যে একটি কর্মসূচি রয়েছে 'ভিক্ষার কাজে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য কেন্দ্রীয় সেক্টরের স্কিম।' এই প্রকল্পটি ভিক্ষাবৃত্তির কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য কল্যাণ মূলক ব্যবস্থা সহ বেশ কয়েকটি ক্ষেত্রকে দেখভাল করে। এই প্রকল্পের মাধ্যমে ব্যাপকভাবে পুনর্বাসন, চিকিৎসা সুবিধা ব্যবস্থা, কাউন্সেলিং, মৌলিক ডকুমেন্টেশন, শিক্ষার দক্ষতা, উন্নয়ন ও অর্থনৈতিক যোগসুত্র প্রভৃতি খেয়াল রাখা হয়। ভিক্ষাবৃত্তির কাজে নিয়োজিত ব্যক্তিদের এবার এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে।
 
নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শিশু সুরক্ষা পরিষেবা প্রকল্প নামে  কেন্দ্র সরকার পরিচালিত একটি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পটি বিভিন্ন ধরনের চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন স্থাপন এবং রক্ষণাবেক্ষণের জন্য শিশুদের পরিস্থিতি গত বিশ্লেষণের জন্য অন্যান্য বিষয়গুলির সাথে ভাগ করে নেওয়ার ক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে আর্থিক সহায়তা প্রদান করে।
 
জুভেনাইল জাস্টিস, শিশুদের যত্ন ও সুরক্ষা আইন- ২০১৫'র ২(১৪) অনুযায়ী এটা বলা হয়েছে যে একটি কাজ করলে তা শিশু শ্রম আইন লঙ্ঘন করে।
 
রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৪ বছর বয়স পর্যন্ত ভিক্ষাবৃত্তি করার তথ্য সংগ্রহ করা হয়েছে।
 
এই সংখ্যা জম্মু-কাশ্মীরের ক্ষেত্রে-৯৯০।
হিমাচল প্রদেশ-১৭৮।
পাঞ্জাব-১,২১৪।
চন্ডিগড়-১১।
উত্তরাখণ্ড-২৭৪।
হরিয়ানা-১,১৭১।
দিল্লি- ২৯০।
রাজস্থান-৭,১৬৭।
উত্তর প্রদেশ- ১০,১৬৭।
বিহার-৩,৩৯৬।
সিকিম -১
অরুণাচল প্রদেশ-২৪।
নাগাল্যান্ড-২০।
মনিপুর-৩৪।
মিজোরাম-৬।
ত্রিপুরা-৪৩।
মেঘালয়-৩৮।
আসাম-৬৮৬।
পশ্চিমবঙ্গ-৩,২১৬।
ঝাড়খন্ড-১,২৫৪।
ওড়িশা-৯০৫।
ছত্রিশগড়-১,০৬৫।
মধ্যপ্রদেশ-২,৫৯২।
গুজরাট-১,৯৮২।
দমন ও দিউ-৮।
দাদরা ও নগর হাভেলি-০।
মহারাষ্ট্র-৩,০২৬।
অন্ধ্রপ্রদেশ-৩,১২৮।
কর্ণাটক-১,৬০২।
গোয়া-২৪।
লাক্ষাদ্বীপ-১।
কেরালা-২০২।
তামিলনাড়ু-৫৭২।
পুদুচেরি-৯।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ-০।
 
সর্বমোট- ৪৫,২৯৬।
 
আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এই তথ্য জানিয়েছেন।
 
 
CG/ SB


(Release ID: 1779076) Visitor Counter : 146


Read this release in: English