নির্বাচনকমিশন

‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নির্বাচন কাহিনী’ নিয়ে ভার্চ্যুয়াল সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার

Posted On: 01 DEC 2021 11:15AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ ডিসেম্বর, ২০২১
 
প্রিটোরিয়ায় ভারতীয় হাই কমিশন, জোহানেসবার্গে ভারতীয় বাণিজ্য দূতাবাস এবং দক্ষিণ আফ্রিকার নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতায় ভারতের নির্বাচন কমিশন মঙ্গলবার ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে নির্বাচনের কাহিনী’ শীর্ষক আন্তর্জাতিক স্তরের এক ভার্চ্যুয়াল সেমিনারে অংশ নেয়। এই সেমিনারে দক্ষিণ আফ্রিকায় প্রবাসী ভারতীয়, শিক্ষাবিদ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ জন অংশ নেন। 
 
সেমিনারে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার শ্রী সুশীল চন্দ্র বলেন, ৯৩ কোটি ৭০ লক্ষেরও বেশি ভোটদাতাকে নিয়ে ভারতে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা এক মহাযজ্ঞের মতো। নির্বাচনের এই মহাযজ্ঞে কোনও ভোটদাতাই যাতে বাদ না পড়েন, সেই লক্ষ্যে প্রতিটি গ্রাম, জনপদ ও বাসযোগ্য প্রতিটি অঞ্চলে নির্বাচন কমিশন স্বল্প দূরত্বে ভোট গ্রহণ বুথ গড়ে তোলে। কোভিড মহামারীর সময় ৬টি রাজ্যে নির্বাচন পরিচালনা সম্পর্কে অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়ে শ্রী চন্দ্র জানান, মহামারীজনিত চ্যালেঞ্জ সত্ত্বেও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন সুনিশ্চিত করার জন্য কমিশনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়। এ সম্পর্কে তিনি আরও বলেন, ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ভোটদাতাদের ভিড় এড়াতে প্রত্যেক বুথে ভোটদাতার সংখ্যা দেড় হাজার থেকে কমিয়ে এক হাজার করা হয়। ৮০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও কোভিড আক্রান্তদের জন্য কমিশন পোস্টাল ব্যালটের ব্যবস্থা করে, যা পক্ষান্তরে বাড়িতে বসেই ভোট দেওয়ার সামিল। ভারতে গত কয়েক বছরে নির্বাচনী প্রক্রিয়ায় মহিলাদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বেড়েছে বলেও শ্রী চন্দ্র অভিমত প্রকাশ করেন। 
 
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার আরও জানান, বৈদ্যুতিন ভোট যন্ত্র, ভিভিপ্যাট, সি-ভিজিল – এর মতো নাগরিক-কেন্দ্রিক মোবাইল অ্যাপের ব্যবহার ও প্রযুক্তির প্রয়োগ ক্রমশ বাড়ছে। সার্ভিস ভোটারদের জন্য ইলেক্টনিকালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে বিদেশে ভারতীয় মিশনে কর্মরত ব্যক্তিরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।
 
ভারতের নির্বাচন কমিশনের মহাসচিব শ্রী ঊমেশ সিনহা দেশে নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা সম্পর্কিত বিষয়ে বিস্তারিত বিবরণ পেশ করেন। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী জয়দীপ সরকার গত কয়েক বছরে ভারত-দক্ষিণ আফ্রিকা সহযোগিতা ও অভিন্ন ঐতিহাসিক সম্পর্কের ওপর গুরুত্ব দেন। দক্ষিণ আফ্রিকার নির্বাচন কমিশনের চেয়ারম্যান মিঃ ভি জি মাশিনিনি গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে দু’দেশের নির্বাচন কমিশনের মধ্যে পারস্পরিক তথ্য বিনিময়ের ওপর জোর দেন। এই উপলক্ষে ভারতের সংবিধান দিবস উদযাপনের অঙ্গ হিসাবে ভারতীয় সংবিধান প্রণয়ন শীর্ষক একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র দেখানো হয়। 
 
CG/BD/SB


(Release ID: 1777042) Visitor Counter : 392


Read this release in: Telugu , English , Urdu , Hindi , Tamil