কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

কয়লা ক্ষেত্রে পরিবেশ-বান্ধব উদ্যোগ

Posted On: 29 NOV 2021 3:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ নভেম্বর, ২০২১

 

সঠিক পদ্ধতিতে খনন এবং খনি এলাকার আশেপাশে পরিবেশের উপর খনন কার্যের বিরূপ প্রভাব ন্যূনতম করতে কয়লা মন্ত্রকের অধীন কয়লা/লিগনাইট রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি একাধিক পরিবেশ-বান্ধব উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের মধ্যে রয়েছে – জৈবিক উপায়ে ফাঁকা পড়ে থাকা খনি ভরাট; কয়লা পরিবহণ ও সড়ক বরাবর বৃক্ষ রোপণ; খনি পরিকাঠামো, শিল্প সংস্থা ও আশেপাশের এলাকায় গ্রিন বেল্ট বা সবুজায়নের প্রসার; খনি এলাকার সীমানা বরাবর বৃক্ষ রোপণ; খনি এলাকার ভেতরে ও বাইরে ফাঁকা পড়ে থাকা জমিতে বৃক্ষ রোপণ এবং স্থানীয় মানুষকে চারাগাছ বন্টন।

পরিবেশ-বান্ধব উদ্যোগের প্রসারে কয়লা মন্ত্রক প্রতি বছর রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে নিয়ে বৃক্ষ রোপণ অভিযানের আয়োজন করে। এছাড়াও, অভিযানের সময় স্থানীয় মানুষকে বৃক্ষ রোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন করে চারা গাছ বন্টন করা হয়।

কয়লা মন্ত্রকের খনন সংক্রান্ত কাজকর্ম বন্ধ করার ২০০৯-এর নীতি-নির্দেশিকা অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত সমস্ত কয়লা ও লিগনাইট সংস্থাগুলি পড়ে থাকা বা খালি জমি পুনরুদ্ধার এবং এই জমিতে সবুজায়নের নীতি গ্রহণ করেছে। মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১-২২ থেকে ২০২৫-২৬ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত কোল ইন্ডিয়া লিমিটেড খনি এলাকার ফাঁকা ৬ হাজার ৮০০ একর জমিতে সবুজায়নের পরিকল্পনা নিয়েছে। একইভাবে, লিগনাইট সংস্থাগুলিও ৯৩৮ একর জমিতে সবুজায়নের উদ্যোগ গ্রহণ করবে। খনি-ভিত্তিক বার্ষিক সবুজায়নের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এজন্য রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির পক্ষ থেকে দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য নজরদারি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিভিন্ন কয়লা ও লিগনাইট খনি এলাকায় সবুজায়নের কাজকর্মের অগ্রগতিতে নজরদারি করে। রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী।

 

CG/BD/SB


(Release ID: 1776296) Visitor Counter : 123


Read this release in: English