প্রতিরক্ষামন্ত্রক

প্রতিরক্ষা ক্ষেত্রে সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান, তৃতীয় পর্যায়


রাষ্ট্রপতি একটি মহা বীর চক্র (মরণোত্তর), একটি কীর্তি চক্র (মরণোত্তর), পাঁচটি বীর চক্র এবং ছয়টি শৌর্য চক্র প্রদান করেছেন

১৪ টি পরম বিশিষ্ট সেবা পদক, দুটি উত্তম যুধ্ সেবা পদক এবং ২৩ টি বিশিষ্ট সেবা পদক দেওয়া হয়েছে

Posted On: 23 NOV 2021 1:35PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ নভেম্বর, ২০২১

 

রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ, যিনি সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার, আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে একজনকে মরণোত্তর মহা বীর চক্র, একজনকে মরণোত্তর কীর্তি চক্র এবং পাঁচ জনকে বীর চক্র, যার মধ্যে চারজনই মরণোত্তর ছাড়াও একজন মরণোত্তর সহ 

ছ'জনকে শৌর্য চক্র প্রদান করেছেন। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে সম্মাননা জ্ঞাপনের তৃতীয় পর্যায়ের অনুষ্ঠানে আজ রাষ্ট্রপতি এইসব পুরস্কার প্রদান করেন।

রাষ্ট্রপতি এদিন ব্যতিক্রমী মূলক কাজের জন্য ১৪ জনকে পরম বিশিষ্ট সেবা পদক, দু'জনকে উত্তম যুধ্ সেবা পদক এবং ২৩ জনকে অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করেন।

পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন-

মহা বীর চক্র-

১) কর্নেল বিকুমাল্লা সন্তোষবাবু। বিহার রেজিমেন্টের ১৬-তম ব্যাটেলিয়ান। মরণোত্তর পুরস্কার প্রদান।

কীর্তি চক্র-

১) সুবেদার সঞ্জীব কুমার। চতুর্থ ব্যাটেলিয়ান। প্যারাসুট রেজিমেন্ট, স্পেশাল ফোর্স।

মরণোত্তর পুরস্কার প্রদান

বীর চক্র-

১) নায়েব সুবেদার নুদু রাম সোরেন। ১৬-তম ব্যাটেলিয়ান বিহার রেজিমেন্ট।

২) হাবিলদার কে পালানি। ৮১- ফিল্ড রেজিমেন্ট।

মরণোত্তর পুরস্কার প্রদান।

৩) নায়েক দীপক সিং। দ্যা আর্মি মেডিকেল কর্পস, ১৬-তম ব্যাটেলিয়ান, বিহার রেজিমেন্ট। 

মরণোত্তর পুরস্কার প্রদান। ৪) সিপাই গুরু তেজ সিং। তৃতীয় ব্যাটেলিয়ান, দ্যা পাঞ্জাব রেজিমেন্ট।

মরণোত্তর পুরস্কার প্রদান।

শৌর্য চক্র-

১) মেজর অনুজ সুদ। ব্রিগেড অফ দ্য গার্ডস, ২১- তম ব্যাটেলিয়ান। দ্যা রাষ্ট্রীয় রাইফেলস।

মরণোত্তর পুরস্কার প্রদান।

পরম বিশিষ্ট সেবা পদক-

১) লেফটেন্যান্ট জেনারেল রাজ শুক্লা। ওয়াই এস এম, এস এম, দ্যা রেজিমেন্ট অফ আর্টিলারি।

২) ভাইস অ্যাডমিরাল আর হরি কুমার। এ ভি এস এম, ভি এস এম।

৩) এয়ার মার্শাল, বর্তমানে এয়ার চীফ মার্শাল বিবেক রাম চৌধুরী। এভি এস এম, ভি এম, ফ্লাইং পাইলট।

৪) এয়ার মার্শাল নভকরনজিৎ সিং ধীলন। এ ভি এস এম, এডিসি, ফ্লাইং পাইলট। অবসরপ্রাপ্ত।

৫) এয়ার মার্শাল রাজেশ কুমার। এ ভি এস এম, ভিএম, এডিসি, ফ্লাইং পাইলট। অবসরপ্রাপ্ত।

৬) লেফটেন্যান্ট জেনারেল রাজীব চোপড়া। এ বি এস এম, দ্যা ইনফ্যান্ট্রি। অবসরপ্রাপ্ত।

৭) লেফটেন্যান্ট জেনারেল শশাঙ্ক তারকান্ত উপাশনি। এ ভি এস এম, এস এম, ভিএসএম, দ্যা ইনফ্যান্ট্রি। অবসরপ্রাপ্ত।

৮) লেফটেনেন্ট জেনারেল তরনঞ্জিত সিং। এ ভি এস এম, ভিএসএম, দ্যা আরমার্ড কর্পস। অবসরপ্রাপ্ত।

৯) লেফটেন্যান্ট জেনারেল সরনজিৎ সিং।

ইউ ওয়াই এস এম, ওয়াই এস এম, দ্যা ইনফান্ট্রি। অবসরপ্রাপ্ত।

১০) লেফটেন্যান্ট জেনারেল রাজীব সাভেরওয়াল। এভি এস এম, ভিএসএম, দ‌্যা কর্পস অফ সিগন্যালস। অবসরপ্রাপ্ত।

১১) লেফটেন্যান্ট জেনারেল অনিল কুমার ভাট। ইউ ওয়াই এস এম, এ ভি এস এম, এস এম, ভি এস এম, দ্যা ইনফ্যান্ট্রি। অবসরপ্রাপ্ত।

১২) মেজর জেনারেল সন্দীপন হান্ডা। দ্যা আর্মি এভিয়েশন কর্পস। অবসরপ্রাপ্ত।

১৩) ডাইরেক্টর জেনারেল শ্রী কৃষ্ণ স্বামী নটরাজন। 

ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।

১৪) কেপি পুরুষোত্তমন। ভি এস এম। অবসরপ্রাপ্ত।

উত্তম যুধ্ সেবা পদক-

১) লেফটেন্যান্ট জেনারেল হর্ষ গুপ্তা।

২) লেফটেনেন্ট জেনারেল রাজীব শিরোহি।

অতি বিশিষ্ট সেবা পদক-

১) লেফটেন্যান্ট জেনারেল অমর দীপ সিং ভিন্ডার।

২) এয়ার মার্শাল রিচার্ড জন ডাকওয়ার্থ।

৩) লেফটেন্যান্ট জেনারেল মিলিন্দ ইন ভূর্কী।

৪) লেফটেনেন্ট জেনারেল তিরতলা সুব্রামানিয়াম অনন্ত নারায়ণন।

৫) লেফটেনেন্ট জেনারেল শশাঙ্ক শেখর মিশ্র।

৬) লেফটেনেন্ট জেনারেল রবীন্দ্র কুমার সিং কুসওহা।

৭) লেফটেনেন্ট জেনারেল সঞ্জীব কুমার শর্মা।

৮) লেফটেন্যান্ট জেনারেল এস হরিমোহন আয়ার।

৯) লেফটেন্যান্ট জেনারেল তরুণ কুমার আইচ।

১০) লেফটেন্যান্ট জেনারেল মনোজকুমার কাটিয়ার।

১১) মেজর জেনারেল দীনেশ সিং রানা। বর্তমানে লেফটেনেন্ট জেনারেল।

১২) রিয়ার এডমিরাল স্বামীনাথন রাজারাম। বর্তমানে ভাইস এডমিরাল।

১৩) রিয়ার এডমিরাল সঞ্জয় যশজিৎ সিং। বর্তমানে ভাইস এডমিরাল।

১৪) রিয়ার এডমিরাল সুরজ বেরী। বর্তমানে ভাইস এডমিরাল।

১৫) রিয়ার এডমিরাল শ্রীনিবাস ভেন্নাম। বর্তমানে ভাইস এডমিরাল।

১৬) এয়ার মার্শাল বিভাস পান্ডে।

১৭) এয়ার ভাইস মার্শাল, বর্তমানে এয়ার মার্শাল সূরজ কুমার ঝা।

১৮) এয়ার মার্শাল ইন্দিরা পদ্মনাভান।

১৯) এয়ার মার্শাল টি ডি যোসেফ। 

২০) এয়ার মার্শাল মহেন্দ্র সিং বুতোলা।

২১) ব্রিগেডিয়ার প্রীত পাল সিং।

২২) মেজর জেনারেল বিপিন বক্সী।

২৩) মেজর জেনারেল বীরেন্দ্র সিং।

বীর চক্র-

১) হাবিলদার তেজিন্দের সিং। ৩ মিডিয়াম রেজিমেন্ট।

শৌর্য চক্র-

১) লেফটেন্যান্ট কর্নেল কৃষাণ সিং রাওয়াত।

২) মেজর, বর্তমান লেফটেন্যান্ট কর্নেল অনিল উরস।

৩) রাইফেল ম্যান প্রণব জ্যোতি দাস।

৪) প্যারাট্রুপার সোনাম শেরিং তামাং।

৫) উইং কমান্ডার বিশাখ নায়ার।

 

CG/ SB



(Release ID: 1774556) Visitor Counter : 130


Read this release in: English , Urdu , Hindi , Marathi