প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

সেনা বিভূষণ অনুষ্ঠান (প্রথম পর্ব)

Posted On: 22 NOV 2021 3:46PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২২ নভেম্বর, ২০২১
 
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ আজ সকালে রাষ্ট্রপতি ভবনে সেনা বিভূষণ অনুষ্ঠানের প্রথম পর্বে সশস্ত্র বাহিনী ও আধাসামরিক বাহিনীর কর্মীদের একটি মরনোত্তর সহ ২টি কীর্তি চক্র, ২টি মরনোত্তর সহ একটি বীরচক্র এবং ১০টি শৌর্য চক্র পুরস্কার প্রদান করেছেন । বীরত্ব, অদম্য সাহস এবং কর্তব্যের প্রতি চরম নিষ্ঠা প্রদর্শনের জন্য কর্মীদের সাহসিকতার পুরস্কার প্রদান করা হয় । 
 
রাষ্ট্রপতি এদিন ১৩টি পরম বিশিষ্ট সেবা পদক, ২টি উত্তম যোদ্ধা সেবা পদক এবং ২৪টি অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করেন । 
 
রাষ্ট্রীয় রাইফেলের প্রথম ব্যাটেলিয়নের কর্পস অফ ইঞ্জিনিয়ার প্রকাশ যাদবকে মরনোত্তর কীর্তি চক্র দেওয়া হয়ছে । রাষ্ট্রীয় রাইফেলের ৫৫-তম ব্যাটেলিয়নের কর্পস অফ ইলেক্ট্রনিক অ্যান্ড মেকানিকাল ইঞ্জিনিয়ার্স মেজর বিভূতি শঙ্কর ধুন্দিয়াল এবং রাষ্ট্রীয় রাইফেলের ৩৪-তম ব্যাটেলিয়ানের জাট রেজিমেন্টের নায়েব সুবেদার সোমবীরকে মরনোত্তর শৌর্য চক্র পুরস্কার দেওয়া হয়ছে । ফ্লাইং পাইলট উইং কমান্ডার (গ্রুপ ক্যাপ্টেন) বর্তমান অভিনন্দনকে বীর চক্র পুরস্কার প্রদান করা হয়েছে ।  
 
CG/SS/RAB

(Release ID: 1774093) Visitor Counter : 197


Read this release in: English , Urdu , Hindi , Marathi