যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর যুবক যুবতীদের এই অভিযানে অংশ নিতে অনুপ্রাণিত করেছেন

চন্ডিগড়ে নেহেরু যুব কেন্দ্র সংগঠন স্বচ্ছতা অভিযানের আয়োজন করেছে

प्रविष्टि तिथि: 08 OCT 2021 7:30PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৮ অক্টোবর, ২০২১

 

নেহেরু যুব কেন্দ্র সংগঠনের পাঞ্জাব ও চন্ডীগড় শাখা কেন্দ্রে স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে সেক্টর ৩২এর এসডি কলেজের নিকটবর্তী অঞ্চলে এই অভিযান শুরু করে।কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী  শ্রী অনুরাগ সিং  ঠাকুর স্বচ্ছতার কাজে স্বেচ্ছাসেবকদের সঙ্গে হাত লাগান।

মন্ত্রী বলেন, স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে দেশজুড়ে জনসাধারণকে সচেতন করে তোলা হবে। তারা যাতে বর্জ্য পদার্থ পরিস্কার করেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক যাতে কেউ ব্যবহার না করেন, তার জন্য সচেতন করে তোলার  উদ্যোগ নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী জানান, দেশজুড়ে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে পয়লা অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি দেশের ৭৪৪টি জেলায় ৬ লক্ষ গ্রামে ইউথ ক্লাব ও জাতীয় সেবা সংস্থা অনুমোদিত সংস্থাগুলির মাধ্যমে করা হচ্ছে।  

 

CG/CB/SFS


(रिलीज़ आईडी: 1762283) आगंतुक पटल : 153
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi