মানবসম্পদবিকাশমন্ত্রক
কোভিডের সময়কালে শিক্ষাব্যবস্থার যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য সরকার একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে
Posted On:
09 AUG 2021 3:31PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৯ আগস্ট, ২০২১
কোভিড-১৯ মহামারীর সময় কেন্দ্র রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে শিক্ষার বিষয়ে বিভিন্ন আলোচনা করেছে। এছাড়া এ বছরের জানুয়ারিতে সুশীল সমাজের বিভিন্ন সংগঠনের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। কোভিড-১৯ মহামারীর সময়ে ছাত্রছাত্রীদের শিক্ষালাভে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেওয়া হয়েছে।
সংবিধানে শিক্ষা হল যৌথ তালিকাভুক্ত। দেশের বেশিরভাগ বিদ্যালয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আওতাধীন। তবে প্রতিটি ছাত্রছাত্রী যাতে শিক্ষার সুযোগ পায় তার জন্য বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। আত্মনির্ভর ভারত অভিযানের আওতায় ২০২০র ১৭ মে পিএম ই-বিদ্যা কর্মসূচির সূচনা করা হয়। শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল/অনলাইন/বেতারের সাহায্যে যাতে পাঠদান করা যায় তার জন্য সমন্বিত এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে এক দেশ এক ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবস্থা౼ দীক্ষা, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্বয়ম প্রভা টেলিভিশন চ্যানেল, সিবিএসই-র পডকাস্ট সম্প্রচার ও কমিউনিটি বেতার কেন্দ্র শিক্ষাবানী, ভিন্ন ভাবে সক্ষমদের জন্য ডিজিটালি অ্যাকসেসেবল ইনফরমেশন সিস্টেম এবং মনদর্পন।
দেশে শিক্ষার প্রসারে কেন্দ্র ২০২০র জাতীয় শিক্ষা নীতির সঙ্গে সাযুজ্য রেখে সমগ্র শিক্ষা অভিযান, মিড ডে মিল, পড়না লিখনা অভিযান এবং রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযানের ব্যবস্থা করেছে।
কেন্দ্রীয় শিক্ষার অধিকার আইনের আওতায় শ্রেণীভিত্তিক, বিষয় ভিত্তির জ্ঞানার্জনের মূল্যায়ণের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষেত্রে অসুবিধার বিষয়টি বুঝতে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে করা হয়। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শিক্ষা ব্যবস্থার মূল্যায়ণের জন্য ৭০ রকমের বিষয় বিবেচনা করে একটি বিশেষ সূচক তৈরি করা হয়েছে। শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণের জন্য ‘নিষ্ঠা’র পাশাপাশি অনলাইনে ছাত্রছাত্রীরা কতটা শিখতে পারছে তা যাচাই করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও মুক্ত দূরশিক্ষা ব্যবস্থার মাধ্যমে ৯ লক্ষ ৯৮ হাজার শিক্ষক-শিক্ষিকাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
২০২০র জাতীয় শিক্ষা নীতিতে পাঠক্রমের সংস্কার, শৈশবের প্রথম পর্যায়ে শিশুদের যুক্ত করা, স্বাক্ষরতা ও গণনার মতো বিষয়ে দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান।
CG/CB/NS
(Release ID: 1744265)
Visitor Counter : 196