স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড চিকিৎসার জন্য সিজিএইচএস পরিকাঠামোর ব্যবহার

Posted On: 06 AUG 2021 2:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ অগাস্ট, ২০২১

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন-প্রাপক সহ তাঁদের পরিবারগুলির জন্য স্বেচ্ছাধীন স্বাস্থ্য কর্মসূচি সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম বা সিজিএইচএস নামে পরিচিত। সিজিএইচএস পরিষেবায় রোগ নির্ণয় কেন্দ্রগুলির মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। অবশ্য, সিজিএইচএস – এর কোনও রোগ নির্ণয় কেন্দ্র/হাসপাতালকে সুনির্দিষ্টভাবে কোভিড কেয়ার সেন্টারে পরিণত করা হয়নি। তবে, কোভিড-১৯ সংক্রমণ-শৃঙ্খল প্রতিরোধে সিজিএইচএস একাধিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে – কোয়ারেন্টাইন সেন্টারে আইসোলেশনে থাকা আন্তর্জাতিক যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা এবং তাঁদের স্বাস্থ্যের ওপর নজরদারির জন্য চিকিৎসা আধিকারিক ও চিকিৎসা কর্মীদের বিমানবন্দরগুলিকে কাজে লাগানো হয়েছে। সিজিএইচএস সুফলভোগীদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগ নির্ণয় কেন্দ্রগুলিতে ‘ফিভার ক্লিনিক’ চালু করা হয়। কোভিড-১৯ এ আক্রান্ত সিজিএইচএস ব্যবস্থার সুফলভোগীদের টেলিফোনে সিজিএইচএস – এর চিকিৎসকরা প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। সিজিএইচএস-এর রোগ নির্ণয় কেন্দ্রগুলি যাতে কোভিড-১৯ টিকাকরণ কেন্দ্র হিসাবে কাজে লাগানো যায়, তার জন্য রাজ্য সরকারগুলিকে প্রস্তাব দেওয়া হয়েছে।
চিকিৎসক ও অন্যান্য চিকিৎসা কর্মীর অবসর গ্রহণ, মৃত্যু ও স্বেচ্ছাবসর কারণে সিজিএইচএস-এ একাধিক শূন্য পদ রয়েছে। তবে, স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থায় যাতে কোনও ঘাটতি দেখা না দেয়, তার জন্য সুফলভোগীদের স্বার্থে অবসরপ্রাপ্ত চিকিৎসক ও কর্মীদের পাশাপাশি, চুক্তি-ভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছে।
এদিকে সিজিএইচএস পরিষেবার মানোন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। সিজিএইচএস ব্যবস্থার সুফলভোগীদের স্বার্থে গত কয়েক বছরে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে – সিজিএইচএস পরিষেবার সম্প্রসারণ, ২০১৪’র ২৫টি শহর থেকে বেড়ে বর্তমানে ৭৪টি শহরে পরিষেবা পাওয়া যাচ্ছে। সিজিএইচএস ব্যবস্থার আওতায় রেফারেল পদ্ধতির সরলীকরণ হয়েছে। সিজিএইচএস রোগ নির্ণয় কেন্দ্রগুলি থেকে রেফারেল ব্যবস্থা মারফৎ সিজিএইচএস নথিভুক্ত হাসপাতালগুলিতে সুফলভোগীরা ওপিডি পরিষেবা পাচ্ছেন। ৭৫ বছর বা তার বেশি বয়সী সিজিএইচএস ব্যবস্থার সুফলভোগীরা নথিভুক্ত হাসপাতালগুলিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাচ্ছেন। সিজিএইচএস রোগ নির্ণয় কেন্দ্রগুলিতে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য অনলাইন অ্যাপয়েনমেন্ট ব্যবস্থা চালু হয়েছে। হাসপাতালের বিল মেটানোর ব্যবস্থা সম্পূর্ণ কাগজবিহীন করা হয়েছে। পেনশনভোগীরা সিজিএইচএস-এর মাশুল এখন অনলাইনেই মেটাতে পারছেন। এছাড়াও, বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে ১৪ দিন অন্তর ওয়েবিনার আয়োজন করা হচ্ছে। দেশে আরও ১৬টি নতুন সিজিএইচএস রোগ নির্ণয় কেন্দ্র গড়ে তোলার জন্য অর্থ মন্ত্রকের ব্যয় বরাদ্দ দপ্তরের অনুমতি চাওয়া হয়েছে।
লোকসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রবীণ পাওয়ার

CG/BD/SB



(Release ID: 1743266) Visitor Counter : 122


Read this release in: English