মানবসম্পদবিকাশমন্ত্রক

অটল টিংকারিং ল্যাব

Posted On: 05 AUG 2021 4:13PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৫ আগস্ট, ২০২১

অটল ইনোভেশন মিশন ( এআইএম) হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি উদ্যোগ। এর মাধ্যমে নতুন ইনকিউবেশন কেন্দ্র স্থাপন থেকে শুরু করে প্রতিষ্ঠিত ইনকিউবেশন সেন্টারের স্কেলিং করা সহ বিভিন্ন বিদ্যালয়ে অটল টিংকারিং পরীক্ষাগার স্থাপনের মাধ্যমে উদ্ভাবনমূলক কাজকর্মের পরিচালনা করা হয়। এ পর্যন্ত দেশের ৮৭০৬ টি বিদ্যালয় অটল টিংকারিং ল্যাব তৈরির অনুমোদন পেয়েছে।
যে বিদ্যালয়গুলি এই কর্মসূচি সফল করে তাদের জন্য অনুদান দেওয়া হয়। তবে এই ধরনের পরীক্ষাগার রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির ওপর বর্তায়।
অটল টিংকারিং ল্যাব তৈরির ক্ষেত্রে বিদ্যালয় গুলিকে ২০ লক্ষ টাকা করে দেওয়া হয়। এর মধ্যে ১০ লক্ষ টাকা পরীক্ষাগার তৈরির জন্য বরাদ্দ করা হয়। বাকি ১০ লক্ষ টাকা পরীক্ষাগার টি সুষ্ঠুভাবে চালানোর জন্য দেওয়া হয়। পাঁচ বছরের জন্য রক্ষণাবেক্ষণ খরচ হবে বছরে ২ লক্ষ টাকা দেওয়া হয়।
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান এই তথ্য জানিয়েছেন।

CG/ SB

 


(Release ID: 1743011) Visitor Counter : 140


Read this release in: English