জলশক্তি মন্ত্রক

বন্যা পরিস্থিতির ওপর সমীক্ষা

Posted On: 05 AUG 2021 5:35PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৫ আগস্ট, ২০২১

কেন্দ্রীয় জল কমিশন বা সেন্ট্রাল ওয়াটার কমিশন একটি নোডাল সংস্থা যা দেশে বন্যার পূর্বাভাস এবং আগাম বন্যার সতর্কীকরণ এর দায়িত্ব পালন করে থাকে। বর্তমানে কমিশনের পক্ষ থেকে ৩৩০ টি পূর্বাভাস কেন্দ্রের জন্য বন্যার সতর্কীকরণ জারি করা হয়েছে। এরমধ্যে ১৯৮ টি নদীর জলের স্তর সম্পর্কিত এবং ১৩২ টি নদী বাঁধ সম্পর্কিত পূর্বাভাস রয়েছে। এই পূর্বাভাস কেন্দ্রগুলি ২৩ টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ২০ টি প্রধান নদীর অববাহিকা জুড়ে রয়েছে। কেন্দ্রীয় জল কমিশনের বন্যার পূর্বাভাসের নেটওয়ার্ক অনুযায়ী গত তিন বছরে আসাম, বিহার এবং উত্তর প্রদেশের মতো বন্যা প্রবণ রাজ্য গুলি ছাড়াও কেরালা এবং কর্নাটকে সর্বোচ্চ বন্যা পরিস্থিতি পরিলক্ষিত করা গেছে। এর পাশাপাশি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, মহারাষ্ট্র, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে প্রবল বৃষ্টিপাত হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র, ইসরো আসাম, বিহার এবং ওড়িশার জন্য ফ্লাড হ্যাজার্ড এটলাস প্রস্তুত করেছে। এর মাধ্যমে বন্যার বিভিন্ন শ্রেণীর তথ্য জানা যাচ্ছে।
বন্যা ব্যবস্থাপনা ও সীমান্ত এলাকা কর্মসূচি অনুযায়ী সমগ্র দেশে বন্যা ব্যবস্থাপনা এবং নদী ব্যবস্থাপনা কার্যক্রম ও সীমান্ত অঞ্চল সম্পর্কিত কাজ গুলিতে ২০১৭-১৮ অর্থবছরে ৩৩৪২ কোটি টাকা খরচ করা হয়েছিল। দশম পরিকল্পনায় কেন্দ্রীয় সরকার সহায়তা হিসেবে ৬৪৪৭.৯৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় জল শক্তি প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল এই তথ্য জানিয়েছেন।

CG/ SB

 



(Release ID: 1743007) Visitor Counter : 181


Read this release in: English