ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
আপৎকালীন ঋণ সহায়তা নিশ্চয়তা কর্মসূচি
Posted On:
05 AUG 2021 1:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ অগাস্ট, ২০২১
আত্মনির্ভর ভারত প্যাকেজের অঙ্গ হিসাবে গত বছর আপৎকালীন ঋণ সহায়তা নিশ্চয়তা কর্মসূচি (ইসিএলজিএস)-র কথা ঘোষণা করা হয়। কোভিড-১৯ সঙ্কটের ফলে আর্থিক ক্ষেত্রে যে দূরবস্থা দেখা দিয়েছে, তার প্রেক্ষিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলি সহ ব্যবসায়িক ক্ষেত্রের সহায়তার জন্য এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়। ঋণদাতা প্রতিষ্ঠানগুলি যাতে ঋণ গ্রহীতাদের অপরিশোধযোগ্য ঋণের দরুণ আর্থিক দিক থেকে ক্ষতির সম্মুখীণ না হতে হয়, তার জন্যই আপৎকালীন ঋণ সহায়তা নিশ্চয়তা কর্মসূচি শুরু করা হয়েছে। এই কর্মসূচিতে ঋণ গ্রহণের ক্ষেত্রে যে সমস্ত বাধ্য-বাধকতা রয়েছে, সেগুলি নিম্নরূপ :
আপৎকালীন ঋণ সহায়তা নিশ্চয়তা কর্মসূচির প্রথম পর্যায়ে বাণিজ্যিক স্বার্থে ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলিকে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে, মুদ্রা ঋণ গ্রহীতা এবং ব্যক্তিগত ঋণ গ্রহীতাদের আর্থিক সুবিধা দেওয়া হয়। ৫০ কোটি টাকা পর্যন্ত বকেয়া ঋণের ক্ষেত্রে এবং ঋণ পরিশোধের সময় ৬০ দিন পেরিয়ে গেলেও কর্মসূচির সুবিধা পাওয়া যায়। আপৎকালীন ঋণ সহায়তা নিশ্চয়তা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে আর্থিক সঙ্কটে থাকা ২৬টি ক্ষেত্রকে ঋণ সহায়তা দিতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়। ৫০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকা পর্যন্ত বকেয়া ঋণের ক্ষেত্রে এবং ঋণ পরিশোধের সময়সীমা ৬০ দিন পেরিয়ে গেলেও আর্থিক সুবিধা পাওয়া যায়।
এই কর্মসূচির তৃতীয় পর্যায়ে আতিথেয়তা, ভ্রমণ ও পর্যটন, খেলাধূলা ও অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রের জন্য ঋণ সহায়তার সুবিধা চালু হয়েছে। কর্মসূচির চতুর্থ পর্যায়ে হাসপাতাল, নার্সিং হোম, ক্লিনিক, মেডিকেল কলেজ সহ তরল অক্সিজেন উৎপাদনের সঙ্গে যুক্ত ইউনিটগুলিকে ঋণ সহায়তা দেওয়া হয়।
অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা দপ্তর আপৎকালীন ঋণ সহায়তা নিশ্চয়তা কর্মসূচি রূপায়ণের দায়িত্বে রয়েছে। আর্থিক পরিষেবা বিষয়ক দপ্তরের তথ্যানুসারে গত দোসরা জুলাই পর্যন্ত কর্মসূচির মাধ্যমে ২ কোটি ৭৩ লক্ষ টাকা ঋণ সহায়তা মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে ২ কোটি ১৪ লক্ষ টাকা ঋণ সহায়তা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এমনকি, ১ কোটি ১৪ লক্ষ ঋণ গ্রহীতাকে কর্মসূচির আওতায় ঋণ গ্যারান্টির সুবিধা দেওয়া হয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির জন্য ঋণ পরিশোধের সময়সীমা আরও বৃদ্ধি করতে সরকার আপৎকালীন ঋণ সহায়তা নিশ্চয়তা কর্মসূচির আওতায় ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির জন্য সুদের হার ৯.২৫ শতাংশ স্থির করেছে। ব্যাঙ্ক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলির ঋণের ওপর সুদের হার ১৪ শতাংশ স্থির হয়েছে। আত্মনির্ভর ভারত প্যাকেজের আওতায় অন্যান্য যেসব কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে, তার মাধ্যমে বন্ধকী ছাড়াই সুদ মেটানোর সময়সীমা এক বছর বৃদ্ধি করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির পাশাপাশি, অন্যান্য ক্ষেত্রগুলির জন্য এই কর্মসূচি সারা দেশে রূপায়ণ করা হচ্ছে।
লোকসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী শ্রী নারায়ণ রানে।
CG/BD/SB
(Release ID: 1742756)
Visitor Counter : 545