রেলমন্ত্রক

আদর্শ স্টেশন কর্মসূচির আওতায় রেল স্টেশনগুলির আধুনিকীকরণ

Posted On: 30 JUL 2021 4:09PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ জুলাই, ২০২১

রেল স্টেশনগুলির মানোন্নয়ন / আধুনিকীকরণ আদর্শ স্টেশন কর্মসূচির আওতায় পরিচালিত হয়। এই কর্মসূচির আওতায় স্টেশনগুলির মানোন্নয়ন বা আধুনিকীকরণ খাতে ব্যয় যাত্রী স্বাচ্ছন্দ্য সম্পর্কিত তহবিল থেকে মাটানো হয়। স্টেশন ভিত্তিক তবহিল বরাদ্দের পরিমাণ বা খরচের হিসেব রাখা হয় না। অবশ্য, জোন ভিত্তিক তহবিল বরাদ্দের হিসেবে রাখা হয়। সেই অনুযায়ী ২০২০-২১-এ পূর্ব রেলের জন্য বরাদ্দের পরিমাণ ছিল ১৮২ কোটি ১৩ লক্ষ টাকা এবং ২০২১-২২-এ বরাদ্দের পরিমাণ ১৭৮ কোটি ৭১ লক্ষ টাকা। একই ভাবে দক্ষিণ-পূর্ব রেলের জন্য ২০২০-২১-এ বরাদ্দের পরিমাণ ১০৯ কোটি ৮৯ লক্ষ টাকা এবং ২০২১-২২-এ বরাদ্দের পরিমাণ ১৭৩ কোটি ৩৭ লক্ষ টাকা।
আদর্শ স্টেশন কর্মসূচির আওতায় মানোন্নয়ন বা আধুনিকীকরণের জন্য ১ হাজার ২৫৩টি স্টেশনকে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে, ১ হাজার ২০৬টি রেল স্টেশনের মানোন্নয়নের কাজ শেষ হয়েছে এবং বাকি স্টেশনগুলির কাজ চলতি ২০২১-২২ অর্থবর্ষে শেষ হবে বলে মনে করা হচ্ছে।
রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণ।

CG/BD/AS



(Release ID: 1740897) Visitor Counter : 155


Read this release in: English