মানবসম্পদবিকাশমন্ত্রক

লকডাউনের সময় অনলাইন ক্লাস

Posted On: 29 JUL 2021 9:54PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ জুলাই, ২০২১

আত্মনির্ভর ভারত অভিযানের অঙ্গ হিসাবে ২০২০-র ১৭ মে সমস্ত স্তরের শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে শিক্ষার সুযোগ করে দিতে 'পিএম ই বিদ্যা' নামে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে মাল্টি-মোড অ্যাক্সেস মারফত ডিজিটাল, অনলাইন এবং অনএয়ার শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।
এই উদ্যোগ গুলি মধ্যে রয়েছে-
১) দীক্ষা। এক জাতি ও এক ডিজিটাল প্ল্যাটফর্ম।
বিদ্যালয় স্তরে ছাত্র-ছাত্রীদের জন্য।
২) ওয়ান ক্লাস ওয়ান চ্যানেল। প্রথম শ্রেণী থেকে ১২ ক্লাস পর্যন্ত।
৩) রেডিও, কমিউনিটি রেডিও এবং সিবিএসসি পডকাস্ট- শিক্ষা বাণী।
৪) নিওস ওয়েবসাইট এবং ইউটিউব- এর মাধ্যমে দৃষ্টিহীন এবং মূক ও বধিরদের জন্য ডিজিটালি এক্সসেসেবল ইনফরমেশন সিস্টেম।
সারা দেশ জুড়ে শিক্ষার্থীদের জন্য এই ধরনের ব্যবস্থা চালু রয়েছে।
অনলাইনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, ইউজিসি প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণ করেছে।
শিক্ষামন্ত্রীকে পক্ষ থেকেও বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে স্বয়ম ডিজিটাল ব্যবস্থা।
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান এই তথ্য জানিয়েছেন।

CG/ SB

 


(Release ID: 1740500)
Read this release in: English