মহাকাশদপ্তর

জিও- ইমেজিং উপগ্রহ "ইওস-০৩" ২০২১-এর তৃতীয় কোয়ার্টারে উৎক্ষেপণ করা হবে- ডক্টর জিতেন্দ্র সিং

Posted On: 29 JUL 2021 7:18PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ জুলাই, ২০২১

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন যে, জিও- ইমেজিং উপগ্রহ " ইওএস-০৩" ২০২১ একুশের তৃতীয় কোয়ার্টারে উৎক্ষেপণ করা হবে। এই উপগ্রহটি প্রাকৃতিক বিপর্যয় যেমন বন্যা বা ঘূর্ণিঝড় প্রভৃতির সঠিক সময় পর্যবেক্ষণ করবে।
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে ডক্টর সিং জানান, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র, ইসরো বুঝতে সক্ষম হয়েছে যে এই জিও- ইমেজিং উপগ্রহ ইওএস-০৩ দৈনিক চার থেকে পাঁচবার পুরো দেশকে চিত্রিত করতে সক্ষম।
প্রাকৃতিক বিপর্যয় এর পাশাপাশি এই উপগ্রহটি জলাশয়, ফসল, গাছপালার অবস্থা, বনভূমির পরিবর্তন প্রভৃতি ও পর্যবেক্ষণ করতে সক্ষম।
ক্ষুদ্র স্যাটেলাইট উৎক্ষেপণ যান বা এসএসএলভি'র প্রথম উন্নয়নমূলক উৎক্ষেপণ শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে নির্ধারিত হয়।

CG/SB

 


(Release ID: 1740416) Visitor Counter : 203


Read this release in: English