প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস তলোয়ার কাটলেস এক্সপ্রেস-২১-এর মহড়ায় অংশ নিয়েছে

Posted On: 29 JUL 2021 7:16PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ জুলাই, ২০২১

ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস তলোয়ার কেনিয়াতে অনুষ্ঠিত মাল্টি ন্যাশনাল মেরিটাইম এক্সারসাইজ, কাটলেস এক্সপ্রেস-২০২১-এর মহড়ায় অংশ নিয়েছে। গত ২৬ জুলাই থেকেই মহড়া শুরু হয়েছে, যা চলবে ৬ আগস্ট পর্যন্ত।
অন্যদিকে, মোম্বাসায় বন্দর পর্যায়ে এই যুদ্ধ জাহাজ ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত নৌবাহিনী মেরিন কমান্ডোদের নিয়ে কেনিয়া, জিবুতি, মোজাম্বিক, ক্যামেরুন এবং জর্জিয়ার কোস্টগার্ডের কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে যে, মহড়াটি পূর্ব আফ্রিকা এবং পশ্চিম ভারত মহাসাগরে জাতীয় এবং আঞ্চলিক সামুদ্রিক সুরক্ষা প্রচারের জন্য একটি বার্ষিক সামুদ্রিক অনুশীলন।

CG/SB

 


(Release ID: 1740415) Visitor Counter : 258


Read this release in: English