কয়লামন্ত্রক

২০২০-২১ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে কয়লা উত্তোলনে বৃদ্ধি

Posted On: 29 JUL 2021 3:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ জুলাই, ২০২১

 

২০২০-২১ অর্থবর্ষের চতুর্থ তথা শেষ ত্রৈমাসিকে দেশে কয়লা উত্তোলনের পরিমাণ গত তিনটি ত্রৈমাসিকের তুলনায় বেশি ছিল। আলোচ্য অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে কয়লা উত্তোলন / সরবরাহের খতিয়ান নিম্নরূপ :

 

ত্রৈমাসিক (২০২০-২১ অর্থবর্ষ)

উত্তোলন (মিলিয়ন টনে)

প্রথম (এপ্রিল-জুন)

১৪৪.৩৪৩

দ্বিতীয় (জুলাই-সেপ্টেম্বর)

১৫৮.৪৬৬

তৃতীয় (অক্টোবর-ডিসেম্বর)

১৮৬.৮২১

চতুর্থ (জানুয়ারি-মার্চ)

২০১.২৫৮

সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি অথরিটির কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষ এবং চলতি ২০২১-২২ অর্থবর্ষের এপ্রিল-জুন পর্যন্ত সময়ে ত্রৈমাসিক ভিত্তিতে কয়লা-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি থেকে উৎপাদনের পরিমাণ নিম্নরূপ :

অর্থবর্ষ

ত্রৈমাসিক

কয়লা-ভিত্তিক উৎপাদন (বিলিয়ন ইউনিট)

 

২০২০-২১

প্রথম (এপ্রিল-জুন)

১৯৮.

দ্বিতীয় (জুলাই-সেপ্টেম্বর)

২৩০.

তৃতীয় (অক্টোবর-ডিসেম্বর)

২৪৪.

চতুর্থ (জানুয়ারি-মার্চ)

২৭৭.

২০২১-২২

প্রথম (এপ্রিল-জুন)

২৫৬.

২০২০-২১ অর্থবর্ষের প্রতিটি ত্রৈমাসিকে কয়লা-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পরিমাণে ধারাবাহিক অগ্রগতি লক্ষ্য করা গেছে। এছাড়াও, ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে কয়লা-ভিত্তিক উৎপাদনের পরিমাণ ২০২০-২১ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় প্রায় ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

লোকসভায় বৃহস্পতিবার এই তথ্য দেন কয়লা, খনি এবং সংসদীয় বিষয়ক শ্রী প্রহ্লাদ যোশী।

 

CG/BD/DM/….29th July, 2021……(180)


 



(Release ID: 1740297) Visitor Counter : 106


Read this release in: English