পরমাণুশক্তিদপ্তর

প্রচুর পরিমাণে কোভিড বিপ উৎপাদনের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে- ডাঃ জীতেন্দ্র সিং

Posted On: 28 JUL 2021 5:46PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৮ জুলাই, ২০২১

কেন্দ্রীয় ভূবিজ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মী, জন-অভিযোগ, পেনশন, পারমাণবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ জীতেন্দ্র সিং লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে জানিয়েছেন, সরকার বিপুল পরিমাণে কোভিড বিপ উৎপানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে। কোভিড সংক্রমিত রোগীদের বিভিন্ন শারীর বৃত্তিয় স্থিতির পরিমাপ এই যন্ত্রের সাহায্যে করা যায়। হায়দ্রাবাদের ইএসআইসি মেডিকেল কলেজ, ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ইসিআইএল) এবং আণবিক শক্তি দপ্তরের যৌথ উদ্যোগে স্বল্প মূল্যের তার বিহীন এই যন্ত্রটি উদ্ভাবন করেছে।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত ৪০টি কোভিড বিপ হায়দ্রাবাদের বিভিন্ন সরকারি হাসপাতালে ব্যবহারের জন্য ইসিআইএল সরবরাহ করেছে। ৪০টি যন্ত্র ব্যবহার করে সেগুলির বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। আগামী মাসের মধ্যে হায়দ্রাবাদের ইএসআইসি-তে আরও ১০০টি যন্ত্র তৈরি করে পাঠানো হচ্ছে।
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিবের কাছে কোভিড বিপের বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। ভার্চুয়াল সেই কনফারেন্সে আলোচনার পর মন্ত্রক বিপুল পরিমাণে এই যন্ত্র ব্যবহারের জন্য প্রস্তাব জমা দিয়েছে।

CG/CB/NS



(Release ID: 1739976) Visitor Counter : 123


Read this release in: English