উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক

উত্তর-পূর্বাঞ্চলে বকেয়া প্রকল্প

Posted On: 28 JUL 2021 4:44PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ জুলাই, ২০২১

উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের আওতায় মঞ্জুরিকৃত কর্মসূচি ও বকেয়া কর্মসূচিগুলির বিবরণ নিম্নরূপ :

ক্রমিক সংখ্যা

কর্মসূচি

প্রকল্পে অনুমোদন

প্রকল্পের সমাপ্তি

চালু প্রকল্প

সংখ্যা

খরচ

(কোটি টাকায়)

সংখ্যা

খরচ

(কোটি টাকায়)

সংখ্যা

খরচ

(কোটি টাকায়)

উত্তর-পূর্বাঞ্চলীয় বিশেষ পরিকাঠামো উন্নয়ন কর্মসূচি (এনইএসআইডিএস)

৯৯

২৪৫২.৬২

-

-

৯৯

২৪৫২.৬২

নন-ল্যাপসেবল সেন্ট্রাল পুল অফ রিসোর্সেস – স্টেট (এনএলসিপিআর-স্টেট)

১৬৩৫

১৬২৩৩.৭৯

১১৯৩

৯৪২০.৬১

৪৪২

৬৮১৩.১৮

নন-ল্যাপসেবল সেন্ট্রাল পুল অফ রিসোর্সেস – স্টেট (এনএলসিপিআর-সেন্ট্রাল)

১২৩৩.৩২৭

৩০৪.৮৭

৯২৮.৪৫৭

উত্তর-পূর্বাঞ্চলীয় সড়ক উন্নয়ন কর্মসূচি – মন্ত্রক বহির্ভূত সহায়তাপ্রাপ্ত কর্মসূচি (এনইআরএসডিএস-ইএপি) (আগে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সড়ক বিনিয়োগ কর্মসূচি নামে পরিচিত ছিল)

১২

২১৪৪.৫৬

১১

২০০৪.৭২

১৩৯.৮৪

বিশেষ পরিকাঠামো উন্নয়ন তহবিল (এসআইডিএফ)

৩৭

৫৮৭.৩৬

২২

৪১০.০৬

১৫

১৭৭.৩০

আসামের বড়োল্যান্ড আঞ্চলিক পরিষদ, দিমা হাসাও স্বশাসিত আঞ্চলিক পরিষদ এবং কার্বি আংলং স্বশাসিত আঞ্চলিক পরিষদের জন্য বিশেষ প্যাকেজ

১০১

১১৫৬.৩৪

৫৩

৫৭৬.৪৫

৪৮

৫৭৯.৮৯

পার্বত্য অঞ্চল উন্নয়ন কর্মসূচি (এইচএডিপি)

৪১

৯০.০০

-

-

৪১

৯০

উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদের কর্মসূচি (এনইসি)

১৪২২

১২৪৮৮.০২

৭৬০

৬০৫৫.৭৯

৬৬২

৬৪৩২.২৩

উত্তর-পূর্বাঞ্চলীয় সড়ক ক্ষেত্র উন্নয়ন কর্মসূচি (এনইআরএসডিএস)

২৪

১৫৬৬.৭৪

৬২.৯৬

২২

১৫০৩.৭৮

মন্ত্রক চালু প্রকল্পগুলির কাজ শেষ করতে একাধিক উদ্যোগ নিয়েছে। এজন্য দ্রুত তহবিল বরাদ্দ করা হচ্ছে যাতে বাস্তবিকভাবেই কাজ শুরু করা যায়। এমনকি মন্ত্রক পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেম-এর মাধ্যমে রাজ্য সরকারগুলিকে তহবিল যোগান দিচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সরকারগুলিকে তহবিল ব্যয়ের ওপর নজর রাখার জন্য পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেম পদ্ধতি ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা নিয়মিত ভিত্তিতে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে প্রকল্পের কাজকর্মের অগ্রগতির ওপর নজর রাখছেন এবং প্রয়োজনসাপেক্ষে প্রকল্পের কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখতে প্রকল্প কেন্দ্রে উপস্থিত হচ্ছেন। উত্তর-পূর্বাঞ্চলের প্রত্যেকটি রাজ্যের জন্যই মন্ত্রক নোডাল আধিকারিকদের পাশাপাশি চিফ নোডাল আধিকারিকদের নিযুক্ত করেছে যাতে রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে প্রকল্পের কাজ দ্রুত শেষ করা যায়।

স্কিল ইন্ডিয়া অভিযানের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রক প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা নামে একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি রূপায়ণ করছে। যুব সম্প্রদায়ের মধ্যে দক্ষতার বিকাশ ঘটিয়ে তাদেরকে কর্মোপযোগী করে তুলতে এই কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার দ্বিতীয় পর্যায়ে গত ১০ জুলাই পর্যন্ত ১০ লক্ষ ৩৯ হাজার যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই কর্মসূচির তৃতীয় পর্যায়ের সূচনা হয়েছে গত ১৫ জানুয়ারি থেকে। এখনও পর্যন্ত এই কর্মসূচির তৃতীয় পর্যায়ে ১৫,২১৯ জন যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় যুব বিষয়ক দপ্তর উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে যুবা ও বয়ঃসন্ধীকালীন কর্মসূচি রূপায়ণ করছে। এই কর্মসূচির উদ্দেশ্যই হল যুব সম্প্রদায়ের মধ্যে ব্যক্তিত্বের বিকাশ ঘটানো ও নেতৃত্বদানের ক্ষমতা গড়ে তোলা। কর্মসূচি রূপায়ণে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও দপ্তরগুলিকে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে।

লোকসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি।

CG/BD/DM/….28th July, 2021……(440)

 



(Release ID: 1739927) Visitor Counter : 121


Read this release in: English