উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক
আর্থিক অবস্থায় উন্নতি
Posted On:
28 JUL 2021 4:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ জুলাই, ২০২১
জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্যানুসারে ২০১১-১২-কে ভিত্তিবর্ষ হিসেবে ধরে গত পাঁচ বছরে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে বর্তমান মূল্য অনুযায়ী মাথাপিছু রাজ্য অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ২০১৫-১৬ থেকে ২০১৯-২০ পর্যন্ত সময়ে বর্তমান মূল্যস্তর অনুযায়ী মাথাপিছু রাজ্য অভ্যন্তরীণ উৎপাদনের রাজ্যভিত্তিক বিবরণ নিম্নরূপ :
২০১১-১২-কে ভিত্তিবর্ষ হিসেবে ধরে বর্তমান মূল্যস্তরে মাথাপিছু রাজ্য অভ্যন্তরীণ উৎপাদন সম্পর্কিত পরিসংখ্যান (টাকায়)
রাজ্য
|
২০১৫-১৬
|
২০১৬-১৭
|
২০১৭-১৮
|
২০১৮-১৯
|
২০১৯-২০
|
অরুণাচল প্রদেশ
|
১১৬৯৮৫
|
১২৩৭৪৪
|
১৩৯০২৯
|
১৪৯৬৩৪
|
১৬৪৬১৫
|
আসাম
|
৬০৮১৭
|
৬৬৩৩০
|
৭৫১৫১
|
৮২৮৩৭
|
৯০৭৫৮
|
মণিপুর
|
৫৫৪৪৭
|
৫৯৩৪৫
|
৭১৫০৭
|
৭৫২২৯
|
৮৪৭৪৬
|
মেঘালয়
|
৬৮৮৩৬
|
৭৩৭৫৩
|
৭৭৫০৪
|
৮৪৭২৫
|
৯২১৭৫
|
মিজোরাম
|
১১৪০৫৫
|
১২৭১০৭
|
১৫৫২২২
|
১৭৬৬২০
|
২০৪০১৮
|
নাগাল্যান্ড
|
৮২৪৬৬
|
৯১৩৪৭
|
১০২০০৩
|
১১৭৬৯১
|
১৩০২৩০
|
সিকিম
|
২৪৫৯৮৭
|
২৮০৭২৯
|
৩৪৯১৬৩
|
৩৮০৯২৬
|
৪২৫৬৫৬
|
ত্রিপুরা
|
৮৪২৬৭
|
৯১৫৯৬
|
১০০৪৪৪
|
১১২৮৪৯
|
১২৫১৯১
|
সূত্র :- কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের জাতীয় পরিসংখ্যান কার্যালয়
কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলে রেল, সড়ক, বিমান যোগাযোগ, টেলি-যোগাযোগ, বিদ্যুৎ এবং অভ্যন্তরীণ জলপথের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলির মানোন্নয়নে একাধিক কর্মসূচি রূপায়ণ করেছে। এছাড়াও মন্ত্রক পানীয় জল সরবরাহ, বিদ্যুৎ, যোগাযোগ বিশেষ করে পর্যটন ও সামাজিক ক্ষেত্রে পরিকাঠামোর মানোন্নয়নের মতো একাধিক কর্মসূচি রূপায়ণ করছে। একইসঙ্গে, প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়নে অগ্রাধিকার দিয়েছে।
লোকসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি।
CG/BD/DM/….28th July, 2021……(215)
(Release ID: 1739926)
Visitor Counter : 160