উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক

আর্থিক অবস্থায় উন্নতি

Posted On: 28 JUL 2021 4:41PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ জুলাই, ২০২১

জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্যানুসারে ২০১১-১২-কে ভিত্তিবর্ষ হিসেবে ধরে গত পাঁচ বছরে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে বর্তমান মূল্য অনুযায়ী মাথাপিছু রাজ্য অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ২০১৫-১৬ থেকে ২০১৯-২০ পর্যন্ত সময়ে বর্তমান মূল্যস্তর অনুযায়ী মাথাপিছু রাজ্য অভ্যন্তরীণ উৎপাদনের রাজ্যভিত্তিক বিবরণ নিম্নরূপ :

২০১১-১২-কে ভিত্তিবর্ষ হিসেবে ধরে বর্তমান মূল্যস্তরে মাথাপিছু রাজ্য অভ্যন্তরীণ উৎপাদন সম্পর্কিত পরিসংখ্যান (টাকায়)

রাজ্য

২০১৫-১৬

২০১৬-১৭

২০১৭-১৮

২০১৮-১৯

২০১৯-২০

অরুণাচল প্রদেশ

১১৬৯৮৫

১২৩৭৪৪

১৩৯০২৯

১৪৯৬৩৪

১৬৪৬১৫

আসাম

৬০৮১৭

৬৬৩৩০

৭৫১৫১

৮২৮৩৭

৯০৭৫৮

মণিপুর

৫৫৪৪৭

৫৯৩৪৫

৭১৫০৭

৭৫২২৯

৮৪৭৪৬

মেঘালয়

৬৮৮৩৬

৭৩৭৫৩

৭৭৫০৪

৮৪৭২৫

৯২১৭৫

মিজোরাম

১১৪০৫৫

১২৭১০৭

১৫৫২২২

১৭৬৬২০

২০৪০১৮

নাগাল্যান্ড

৮২৪৬৬

৯১৩৪৭

১০২০০৩

১১৭৬৯১

১৩০২৩০

সিকিম

২৪৫৯৮৭

২৮০৭২৯

৩৪৯১৬৩

৩৮০৯২৬

৪২৫৬৫৬

ত্রিপুরা

৮৪২৬৭

৯১৫৯৬

১০০৪৪৪

১১২৮৪৯

১২৫১৯১

সূত্র :- কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের জাতীয় পরিসংখ্যান কার্যালয়

কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলে রেল, সড়ক, বিমান যোগাযোগ, টেলি-যোগাযোগ, বিদ্যুৎ এবং অভ্যন্তরীণ জলপথের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলির মানোন্নয়নে একাধিক কর্মসূচি রূপায়ণ করেছে। এছাড়াও মন্ত্রক পানীয় জল সরবরাহ, বিদ্যুৎ, যোগাযোগ বিশেষ করে পর্যটন ও সামাজিক ক্ষেত্রে পরিকাঠামোর মানোন্নয়নের মতো একাধিক কর্মসূচি রূপায়ণ করছে। একইসঙ্গে, প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়নে অগ্রাধিকার দিয়েছে।

লোকসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি।

CG/BD/DM/….28th July, 2021……(215)

 



(Release ID: 1739926) Visitor Counter : 128


Read this release in: English