নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক

সরকার গ্রিড সংযুক্ত রুফ-টপ সৌরবিদ্যুৎ উৎপাদনে উৎসাহ দিচ্ছে

Posted On: 28 JUL 2021 4:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ জুলাই, ২০২১

কেন্দ্রীয় নবীন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক দেশে গ্রামাঞ্চল সহ বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রসারে রুফ-টপ সোলার কর্মসূচির দ্বিতীয় পর্যায় রূপায়ণ করছে। এই কর্মসূচিতে বাড়ির ছাদ থেকে ২০২২ সাল নাগাদ ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য স্থির হয়েছে। এজন্য আবাসনগুলির ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর জন্য ভর্তুকি দেওয়ার সংস্থান রয়েছে। পৃথক বাড়ির ক্ষেত্রে বাড়ির ছাদে ৩ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য মোট খরচের ওপর ৪০ শতাংশ ভর্তুকি দেওয়া হয়ে থাকে। ৩ কিলোওয়াটের কম বা ১০ কিলোওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য ২০ শতাংশ ভর্তুকি দেওয়া হয়। আবাসন সমিতি / আবাসন কল্যাণ অ্যাসোসিয়েশনগুলির ক্ষেত্রে ৫০০ কিলোওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ উৎপাদনে ২০ শতাংশ ভর্তুকি দেওয়া হয়।
সরকার দেশে গ্রিড সংযুক্ত রুফ-টপ সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় অর্থ সহায়তায় রুফ-টপ সোলার কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ বন্টন সংস্থাগুলিকে বিতরণ; আবাসন / প্রতিষ্ঠান / সামাজিক ক্ষেত্রের জন্য কর্মসূচির প্রথম পর্যায়ের আওতায় কেন্দ্রীয় আর্থিক সহায়তা দেওয়া; রুফ-টপ সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পগুলির জন্য গ্রস / নেট মিটারিং রেগুলেশনের জন্য রাজ্যগুলিকে বিজ্ঞপ্তি জারি করা। ইতিমধ্যেই ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিটারিং রেগুলেশন ব্যবস্থার মাধ্যমে মাশুল নীতি জারি করেছে। ভারতীয় স্টেট ব্যাঙ্ক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মাধ্যমে বিশ্বব্যাঙ্ক ও এশীয় উন্নয়ন ব্যাঙ্কের কাছ থেকে সহজ সুদের শর্তে ঋণ সহায়তা দেওয়া হচ্ছে; পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রকেও ঋণ সহায়তার ক্ষেত্রে অগ্রাধিকারপ্রাপ্ত বলে ঘোষণা করা হয়েছে এবং বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সাধারণ মানুষকে সচেতন করে তুলতে মুদ্রণ ও বৈদ্যুতিন মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।
রাজ্যসভায় মঙ্গলবার এক লিখিত জবাবে এই তথ্য দেন বিদ্যুৎ ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী শ্রী আর কে সিং।

CG/BD/DM



(Release ID: 1739918) Visitor Counter : 169


Read this release in: English