সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
প্রজ্ঞাপিত নয় এবং যাযাবর উপজাতির জন্য জাতীয় কমিশন
Posted On:
27 JUL 2021 7:22PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৭ জুলাই, ২০২১
সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক ২০১৪র ১২ই ফেব্রুয়ারী এক গেজেট বিজ্ঞপ্তিতে ৩ বছরের মেয়াদে ন্যাশনাল কমিশন ফর ডিনোটিফায়েড অ্যান্ড নোম্যাডিক অ্যান্ড সেমি-নোম্যাডিক ট্রাইবস- (এনসিডিএনটি) গঠন করে। যেদিন থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেদিন থেকেই কমিশন তার কাজ শুরু করেছে। সরকার এ পর্যন্ত প্রজ্ঞাপিত নয় এবং যাযাবর উপজাতি গোষ্ঠীদের জন্য কিছু কল্যাণমূলক প্রকল্প শুরু করেছে।
১. সংশ্লিষ্ট সম্প্রদায়ের ছেলে-মেয়েদের জন্য প্রাক মাধ্যমিক এবং মাধ্যমিক পরবর্তী শিক্ষার জন্য ডক্টর আম্বেদকর বৃত্তি
২. সংশ্লিষ্ট সম্প্রদায়ের ছেলে-মেয়েদের জন্য নানাজি দেশমুখ প্রকল্পের মাধ্যমে হোস্টেল তৈরি করা
প্রজ্ঞাপিত নয় যাযাবর এবং আধা-যাযাবর সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণের জন্য একটি বোর্ড ২০১৯এর ২১শে ফেব্রুয়ারি গঠন করা হয়। এছাড়াও নীতি আয়োগ একটি কমিটি গঠন করে। এই কমিটি প্রজ্ঞাপিত নয়, যাযাবর এবং আধা-যাযাবর সম্প্রদায়কে চিহ্নিত করবে। এর জন্য সমীক্ষার কাজ চলছে। এরপর নীতি আয়োগ এবং অ্যানথ্রোপলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সিদ্ধান্ত নেবে চিহ্নিত গোষ্ঠীদের তপশীলি জাতি, তপশীলি উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী౼ কোন গোষ্ঠীর তালিকাভুক্ত করা হবে। এছাড়াও সংশ্লিষ্ট গোষ্ঠীর আর্থিক ক্ষমতায়ণের জন্য ‘সিড’ প্রকল্প অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে :
১. সংশ্লিষ্ট সম্প্রদায়ের যেসব ছাত্রছাত্রীর পরীক্ষায় সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে তাদের জন্য কোচিং-এর ব্যবস্থা করা, যাতে তারা প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বসতে পারে।
২. এদের জন্য স্বাস্থ্য বীমার ব্যবস্থা করা
৩. সম্প্রদায় স্তরে জীবিকা নির্বাহের জন্য বিশেষ ব্যবস্থা করা
৪. এই সম্প্রদায়গুলিকে বাড়ি তৈরিতে আর্থিক সহায়তার ব্যবস্থা করা
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক।
CG/CB /NS
(Release ID: 1739622)
Visitor Counter : 240