আয়ুষ

আয়ুষ পদ্ধতিতে বিভিন্ন রোগ ব্যাধির চিকিৎসা জনপ্রিয় করার উদ্যোগ

Posted On: 27 JUL 2021 6:58PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭ জুলাই, ২০২১

আয়ুষ মন্ত্রক আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচার এবং গ্রহণযোগ্যতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন দেশে আয়ুষ পণ্য রপ্তানি ও প্রচারের জন্য একটি কাউন্সিল স্থাপন করা হয়েছে। বিদেশি বিনিয়োগকেও উৎসাহিত করা হচ্ছে। ভারতে আয়ুষ বিষয়ক বিভিন্ন পাঠক্রম করার জন্য বিদেশি নাগরিকদের বৃত্তি প্রদানের মতো কর্মসূচি নেওয়া হয়েছে।
আয়ুষ এর ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা উন্নত  করতে এবং বিশ্বমানের আয়ুষ হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য একটি জাতীয় পর্যায়ের মেডিকেল এন্ড ওয়েলনেস ট্যুরিজম বোর্ড গঠন করা হয়েছে। ভারত সরকার আয়ুষ চিকিৎসার মাধ্যমে ভারতকে স্বাস্থ্য ও সুস্বাস্থ্যের জন্য গন্তব্যস্থল হিসাবে চিহ্নিত করার লক্ষ্যে রয়েছে। জাতীয় আয়ুষ মিশনের মাধ্যমে ভারত সরকার দেশের প্রাচীনতম ঐতিহ্যপূর্ণ চিকিৎসা ব্যবস্থাকে তুলে ধরতে চাইছে। আয়ুষ পদ্ধতিতে বিভিন্ন রোগ ব্যাধির চিকিৎসা জনপ্রিয় করার প্রচেষ্টা চালানো হচ্ছে। আয়ুষ স্বাস্থ্য যোজনা নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী মহেন্দ্র ভাই মুঞ্জাপাড়া এই তথ্য জানিয়েছেন।

CG/ SB

 



(Release ID: 1739607) Visitor Counter : 158


Read this release in: English