তথ্যওসম্প্রচারমন্ত্রক
ভারতীয় প্যানোরোমায় অংশগ্রহণের শেষ তারিখ ঘোষিত
Posted On:
27 JUL 2021 6:25PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ জুলাই, ২০২১
৫২-তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আই এফ এফ আই-তে ভারতীয় প্যানোরোমা-য় অংশগ্রহণের জন্য শেষ তারিখ ঘোষণা করা হয়েছে।
ভারতীয় প্যানোরামা চলচ্চিত্র উৎসবের একটি প্রধান বিভাগ যার অধীনে সমসাময়িক ভারতীয় চলচ্চিত্রের সেরা ছবিগুলি প্রচারের জন্য নির্বাচিত করা হয়।
ভারতীয় প্যানারোমায় প্রবেশাধিকার নেওয়া গত ১৮ জুলাই, ২০২১ থেকে শুরু হয়েছে। অনলাইনে নাম জমা দেওয়ার শেষ দিন ধার্য হয়েছে ১২ আগস্ট, ২০২১।
আগামী ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গোয়াতে ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। অনলাইনে জমা দেওয়া আবেদন পত্রের হার্ডকপি ও রসিদ সহ আনুষঙ্গিক নথিপত্র জমা দেওয়ার শেষ দিন ২৩ আগস্ট, ২০২১। ভারতীয় প্যানোরামায় চলচ্চিত্র জমা দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত নির্দেশিকাগুলি অনুসরণ করতে হবে।
চলচ্চিত্র উৎসব সূচনার পূর্বে ১২ মাসের মধ্যে কেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন পর্ষদ-এর প্রত্যয়িত কাগজপত্র বা উৎসবে জমা দেওয়া চলচ্চিত্রটির নির্মাণকাজ শেষ হওয়ার তারিখটি উল্লেখ করতে হবে।
প্রতিটি চলচ্চিত্রের ক্ষেত্রে ইংরেজিতে সাবটাইটেল দিতে হবে।
ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৯৭৮ সালে ভারতীয় প্যানারোমা অন্তর্ভুক্ত হয়। এর উদ্দেশ্য, ভারতীয় চলচ্চিত্র এবং ভারতের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রচার করা। ওই বছর থেকেই ভারতীয় প্যানোরামা সেরা ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের জন্য সম্পূর্ণ নির্ধারিত হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে চলচ্চিত্র উৎসবের মাধ্যমে ভারতীয় প্যানোরামার লক্ষ্য হচ্ছে, চলচ্চিত্রশিল্পের প্রচারের জন্য সিনেমাটিক, থিমেটিক এবং এস্থেটিক বৈশিষ্ট্যযুক্ত চলচ্চিত্র নির্মান করা। যে চলচ্চিত্রগুলি দেশে এবং বিদেশে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পারবে।
CG/ SB
(Release ID: 1739584)
Visitor Counter : 197