বিদ্যুৎমন্ত্রক

৭ লক্ষেরও বেশি স্মার্ট মিটার বসাতে অনুমতি

Posted On: 27 JUL 2021 6:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ জুলাই, ২০২১

২০১৬’র শুল্ক নীতির ৮.৪.৩ প্যারা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ মিটার ট্যারিফের ওপর ভিত্তি করে মিটারিং এবং বিলিং পদ্ধতি প্রসারে উৎসাহিত করতে বিশেষ সুবিধা দেবে। এই সুযোগ-সুবিধা, বিশেষ করে কনজ্যুমার ক্যাটাগরি বা সাধারণ গ্রাহক হিসাবে যাঁরা মিটারিং ও বিলিং পদ্ধতি গ্রহণ করবেন, তাঁদের দেওয়া হবে। বর্তমানে সাধারণ গ্রাহকদের একটি বড় অংশই উপযুক্ত মিটারিং ও বিলিং ব্যবস্থার বাইরে রয়েছেন। এই প্রেক্ষিতে মিটার-ভিত্তিক মাশুল ও সুবিধা ও ছাড় দেওয়ার বিষয়টিতে ব্যাপক প্রচার চালানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। স্মার্ট মিটার বসালে মিটারিং ও বিলিং উভয় ক্ষেত্রে সুবিধা হয়। একই সঙ্গে, ব্যাপক বিদ্যুতের চাহিদার সময় অঞ্চল-ভিত্তিক বিদ্যুতের চাহিদা ও যোগানের বিষয়টি সহজেই স্থির করা যায়। তগাই এ ধরনের মিটার ব্যবস্থা কেবল বিদ্যুৎ ব্যবহারের মাশুলের দিক থেকেই নয়, বরং ভবিষ্যতে বিদ্যুৎ ব্যবহারে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও অত্যন্ত জরুরি হয়ে উঠেবে। সৌরশক্তি ও বায়ুশক্তি ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্মার্ট মিটারের তাৎপর্য আরও বাড়বে।
উপযুক্ত কর্তৃপক্ষ স্মার্ট মিটার বসানোর ক্ষেত্রে যে বিষয়গুলি স্থির করেছে, তার মধ্যে রয়েছে – ২০১৭’র ৩১ ডিসেম্বরের আগে মাসিক বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ৫০০ ইউনিট বা তার বেশি, এমন গ্রাহক চিহ্নিত করা। একইভাবে, ২০১৯-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত মাসিক বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ২০০ ইউনিটের বেশি এমন গ্রাহকদের চিহ্নিত করা।
স্মার্ট মিটার বসানোর উদ্দেশ্যই হ’ল গ্রাহকদের নির্ঝঞ্ঝাট অনলাইন বিলিং ব্যবস্থার সুবিধা এবং ডিজিটাল পদ্ধতিতে মাশুল মেটানোর পরিষেবা দেওয়া। গ্রাহকদের বিদ্যুৎ খরচের পরিমাণ মাসিক-ভিত্তিতে নির্ণয়ে সাহায্য করা এবং বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিন সাজ-সরঞ্জামের ব্যবহার বাড়ানো। স্মার্ট মিটার ব্যবস্থা পুনর্নবীকরণযোগ্য শক্তির গ্রিড সংযুক্তিকরণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমনকি, বিদ্যুৎ বন্টন সংস্থাগুলি মিটার রিডিং-এর জন্য বাড়ি বাড়ি গিয়ে চেকিং পদ্ধতির অবসান ঘটাতে পেরেছে।
জাতীয় স্মার্ট গ্রিড মিশনের আওতায় ৭ লক্ষ ২৩ হাজার স্মার্ট মিটার বসানোর অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে চন্ডীগড়ে সাব-ডিভিশন ৫টি প্রকল্পে ৩২ হাজার ৫০০টি; চন্ডীগড়ে সিটি প্রকল্পের আওতায় ১ লক্ষ ৮৪ হাজার; ঝাড়খন্ডে রাঁচি সিটি প্রকল্পে ৩ লক্ষ ৬০ হাজার এবং রাজস্থানে ৬টি শহর-কেন্দ্রিক ইন্টিগ্রেটেড প্রকল্পে ১ লক্ষ ৫০ হাজার স্মার্ট মিটার বসানোর কাজ আগামী বছর মার্চ মাসের মধ্যেই শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন বিদ্যুৎ তথা নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী শ্রী আর কে সিং।

CG/BD/SB



(Release ID: 1739576) Visitor Counter : 139


Read this release in: English