বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
উচ্চ মাধ্যমিক পর্যায়ে বালিকাদের মধ্যে বিজ্ঞান নিয়ে পড়াশুনাকে আরও জনপ্রিয় করে তুলতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে – ডাঃ জিতেন্দ্র সিং
Posted On:
27 JUL 2021 5:21PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ জুলাই, ২০২১
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং বলেছেন, উচ্চ মাধ্যমিক পর্যায়ে বালিকাদের মধ্যে বিজ্ঞান শাখাকে আরও জনপ্রিয় করে তুলতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে ডাঃ সিং জানান, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেধাবী বালিকাদের উৎসাহিত করতে ‘বিজ্ঞান জ্যোতি’ কর্মসূচির সূচনা হয়েছে। এই কর্মসূচির উদ্দেশ্য হ’ল – বালিকাদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পঠন-পাঠনে উৎসাহিত করা, যাতে তারা এই দুটি ক্ষেত্রে কর্মজীবন গড়ে তুলতে পারে।
বর্তমানে দেশে ১০০টি জেলায় এই কর্মসূচি রূপায়িত হচ্ছে। কর্মসূচির আওতায় বিজ্ঞান শিবির, বিশেষ বক্তৃতামালা/পড়ুয়া ও অভিভাবকদের কাউন্সেলিং-এর আয়োজন করা হচ্ছে। সুনির্দিষ্ট কিছু বালিকাকে নিকটবর্তী বিজ্ঞান প্রতিষ্ঠান ও শিল্প সংস্থাগুলি ঘুরে দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে। এমনকি, নির্দিষ্ট কিছু ছাত্রছাত্রীকে অটল টিঙ্কারিং ল্যাবে গবেষণাধর্মী কাজকর্মে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে মহিলা গবেষকদের উৎসাহিত করতে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মাধ্যমে বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে মহিলা – কিরণ কর্মসূচি রূপায়িত হচ্ছে।
উদ্ভাবন ও উৎকর্ষতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় স্তরে গবেষণার সুযোগ করে দেওয়ার জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা করা হচ্ছে। ২০২০-২১ এ বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং গবেষণা পর্ষদ গবেষণার ক্ষেত্রে মহিলাদের সুযোগ-সুবিধা আরও বাড়াতে একটি কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে গবেষণা ক্ষেত্রে মহিলা বিজ্ঞানীদের প্রতিনিধিত্ব আরও বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যাতে বিজ্ঞান শিক্ষা ক্ষেত্রে মহিলাদের প্রতিনিধিত্ব আরও বাড়ানো যায়। এমনকি, ৪০ বছরের কম বয়সী মহিলা বিজ্ঞানীদের সম্মান জানাতে ও পুরস্কৃত উইমেন এক্সেলেন্স অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। বিজ্ঞান ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি-স্বরূপ এই পুরস্কার শুরু করা হয়েছে।
CG/BD/SB
(Release ID: 1739519)
Visitor Counter : 169