ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক

খাদির প্রাকৃতিক রংয়ের সূচনা

Posted On: 26 JUL 2021 10:22PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ জুলাই, ২০২১

খাদি ও গ্রামোদ্যোগ শিল্প কমিশনের অধীন জয়পুরের কুমারাপ্পা ন্যাশনাল হ্যান্ডমেড পেপার ইনস্টিটিউট গোবর থেকে প্রাকৃতিক রং তৈরি করেছে। এই জাতীয় রং পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী।
ইতিমধ্যেই ভারত সরকারের অধীন ন্যাশনাল টেস্ট হাউস গাজিয়াবাদ ও ন্যাশনাল টেস্ট হাউস মুম্বাই এবং দিল্লির শ্রীরাম ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ খাদির এই প্রাকৃতিক রং এর পরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেছে।
গোবর থেকে তৈরি খাদি প্রাকৃতিক রং যেমন স্থানীয়ভাবে উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করবে তেমনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এর পাশাপাশি, গো-পালকদের আয় যেমন বাড়বে, তেমনি গ্রামাঞ্চলের অর্থনীতিতে কর্মসংস্থান হবে।
রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী শ্রী নারায়ণ রানে এই তথ্য জানিয়েছেন।

CG/ SB

 



(Release ID: 1739281) Visitor Counter : 166


Read this release in: English