পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন প্রকল্পগুলির দ্রুত ছাড়পত্রের জন্য সরকার একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে

Posted On: 26 JUL 2021 6:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ জুলাই, ২০২১

উত্তোলন ও উৎপাদনমূলক কাজকর্ম শুরু করতে তেল ও প্রাকৃতিক গ্যাস ব্লকগুলির কন্ট্রাক্টর/অপারেটরদের বিভিন্ন রাজ্য/কেন্দ্রীয় সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে বিধিবদ্ধ অনুমতি নিতে হয়। এই অনুমতি ও ছাড়পত্রের মধ্যে রয়েছে – পেট্রোলিয়াম উত্তোলন লাইসেন্স, পেট্রোলিয়াম খনি লিজ, পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র, প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র, মহাকাশ দপ্তরের ছাড়পত্র প্রভৃতি। এ ধরনের ছাড়পত্র ও অনুমতি পেতে বিলম্ব হলে তা সমগ্র উত্তোলন ও উৎপাদন প্রকল্পের কাজকর্মের অগ্রগতিতে প্রভাব ফেলে।
সরকার সময় মতো ছাড়পত্র ও অনুমতিদানের জন্য লাগাতার চেষ্টা চালাচ্ছে। সরকার ইতিমধ্যেই ক্যাবিনেট সচিবের নেতৃত্বে একটি ক্ষমতাপ্রাপ্ত সমন্বয়কারী কমিটি গঠন করেছে, যাতে যাবতীয় ছাড়পত্র ও অনুমোদন দ্রুততর করা যায়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রক অনুমতি ও ছাড়পত্রের জন্য আবেদন জমা দিতে পরিবেশ নামক একটি অনলাইন পোর্টাল চালু করেছে। কেন্দ্রীয় মন্ত্রক ও রাজ্য সরকারগুলির মধ্যে বিভিন্ন বিষয়ে সমন্বয় ও সহযোগিতার জন্য ঊর্জা প্রগতি নামে একটি ওয়েব-ভিত্তিক প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।
লোকসভায় আজ লিখিত জবাবে এই তথ্য দেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি।

CG/BD/SB



(Release ID: 1739158) Visitor Counter : 140


Read this release in: English