প্রতিরক্ষামন্ত্রক

কারগিল বিজয় দিবসে জাতীয় যুদ্ধ স্মারকে শহীদ সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রতিরক্ষা মন্ত্রীর

Posted On: 26 JUL 2021 5:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ জুলাই, ২০২১

কারগিল বিজয় দিবসের ২২তম বার্ষিকীতে আজ নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে শহীদ সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং। ১৯৯৯ সালে ‘অপারেশন বিজয়’ (কারগিল যুদ্ধ নামে অধিক পরিচিত) ভারতের জয়লাভের সময় দেশের সেবায় যে সমস্ত সাহসী সেনানী নিজেদের আত্মোৎসর্গ করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী তাঁদের স্মরণে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
জাতীয় যুদ্ধ স্মারকে ভিজিটর্স বুকে এক বার্তায় রাজনাথ সিং কারগিল যুদ্ধের বীর সেনানীদের অদম্য সাহসিকতার কথা স্মরণ করে বলেন, ভারতীয় সেনাবাহিনীর অসামান্য ও লক্ষ্যে অবিচল সেনা জাওয়ানদের বলিদান কখনই ভারতবাসী ভুলবে না। তিনি আরও বলেন, কৃতজ্ঞ দেশবাসী সর্বদাই তাঁদের বীরত্বের কাছে ঋণী হয়ে থাকবেন এবং তাঁদের আদর্শ অনুসরণ করে চলবেন।
এক ট্যুইটে প্রতিরক্ষা মন্ত্রী শ্রী সিং বলেছেন, নির্ভীক সেনা জওয়ানদের আত্মবলিদান আগামী প্রজন্মকেও উদ্বুদ্ধ করবে। ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করে শ্রী সিং অসীম সাহসী ভারতীয় সেনানীদের শৌর্য্য ও ত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এই উপলক্ষে বিভাগীয় প্রতিমন্ত্রী শ্রী অজয় ভট্ট, বায়ু সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদোরিয়া, সেনাপ্রধান জেনারেল এম এম নার্ভানে, প্রতিরক্ষা সচিব ডঃ অজয় কুমার সহ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের প্রধান ভাইস অ্যাডমিরাল অতুল কুমার জৈন এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকরা জাতীয় যুদ্ধ স্মারকে শহীদ সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান।
কারগিল যুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনীর সাহায্যে ভারতীয় সেনা জওয়ানরা প্রতিকূল আবহাওয়া, চরম ভৌগোলিক পরিস্থিতি এবং দুর্দমনীয় চ্যালেঞ্জ উপেক্ষা করে শত্রু পক্ষের বিরুদ্ধে লড়াইয়ে সফল হয়ে হিমালয়ের সুউচ্চ পর্বতশৃঙ্গগুলি পুনরায় দখল করেন। স্মরণীয় এই ঘটনাকে সারা দেশ গর্বের সঙ্গে স্মরণ করে থাকে।

CG/BD/SB


(Release ID: 1739106) Visitor Counter : 207


Read this release in: English