স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণের ৪৩ কোটি ৫১ লক্ষেরও বেশি ডোজ দেওয়া হয়েছে

আরোগ্য লাভের হার ৯৭.৩৫%
গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৩৬১ জন
ভারতে সক্রিয় সংক্রমিতের সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ১৮৯; মোট সংক্রমিতের ১.৩১ শতাংশ চিকিৎসাধীন
৪৯ দিন ধরে দৈনিক সংক্রমিতের হার ৫ শতাংশের কম – বর্তমানে ৩.৪১ শতাংশ

प्रविष्टि तिथि: 26 JUL 2021 2:08PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬শে জুলাই, ২০২১

দেশে এ পর্যন্ত ৪৩,৫১,৯৬,০০১টি টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ১৮,৯৯,৮৭৪ জনকে।
স্বাস্থ্যকর্মীদের মধ্যে ১,০২,৮৭,৩৪৩ জন টিকার প্রথম ডোজ এবং ৭৭,০৬,৩৯৭জন টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৭৮,৫৬,০০০ জন প্রথম ডোজ এবং ১,০৮,৪৫,৮৭৯ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১৩,৯১,৭২,০৫৭ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬২,১৮,৫৪১ জন। ৪৫-৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১০,০৯,৬৮,৫০৮ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩,৪৫,৮৯,৭৯৯ জন। যাঁদের বয়স ৬০-এর ওপরে তাঁদের মধ্যে ৭,৩৫,১৮,৭৯৯ জন প্রথম ডোজ এবং ৩,৪০,৩২,৬৭৮ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
২১ জুন থেকে সর্বজনীন টিকাকরণের নতুন পর্যায় শুরু হয়েছে। দেশ জুড়ে টিকাকরণ অভিযানকে আরও দ্রুত করার জন্য কেন্দ্র অঙ্গীকারবদ্ধ।
কোভিড-১৯ সংক্রমণ থেকে আরোগ্য লাভের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৯৬৮ জন কোভিড মুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৩ কোটি ৫ লক্ষ ৭৯ হাজার ১০৬ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় আরোগ্য লাভের হার ৯৭.৩৫ শতাংশ।
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৩৬১ জন। গত ২৯ দিন ধরে নতুন করে সংক্রমিত হচ্ছেন ৫০ হাজারেরও কম। কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মিলিত প্রয়াসের সুফল পাওয়া যাচ্ছে। দেশে সক্রিয় সংক্রমিতের সংখ্যা নিম্নমুখী। বর্তমানে ৪ লক্ষ ১১ হাজার ১৮৯ জন চিকিৎসাধীন। দেশে মোট সংক্রমিতের মাত্র ১.৩১ শতাংশ চিকিৎসাধীন।
দেশ জুড়ে নমুনা পরীক্ষার ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। গতকাল ১১ লক্ষ ৫৪ হাজার ৪৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৪৫ কোটি ৭৪ লক্ষ ৪৪ হাজার ০১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
একদিকে যখন নমুনা পরীক্ষা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সাপ্তাহিক সংক্রমণের বর্তমানে হার ২.৩১ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হার ৩.৪১ শতাংশ। গত ৪৯ দিন ধরে দৈনিক সংক্রমণের হার ৫ শতাংশের কম।

CG/CB


(रिलीज़ आईडी: 1739010) आगंतुक पटल : 213
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English