প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী তাঁর মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এ চন্ডীগড়ের এক খাবারের দোকান মালিকের প্রশংসা করেছেন

Posted On: 25 JUL 2021 8:07PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ জুলাই, ২০২১

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এ চন্ডীগড়ের এক খাবারের দোকান মালিকের প্রশংসা করেছেন। এই খাবার দোকানের মালিক কোভিড-১৯ এর বিরুদ্ধে জনসাধারণকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে অভিনব উদ্যোগ নিয়েছেন। ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর কন্যা ও ভাইঝির অনুরোধের প্রেক্ষিতে খাবারের ঐ দোকান মালিক সঞ্জয় রানা সেই সমস্ত ব্যক্তিদের বিনামূল্যে ছোলা বাটোরা খাইয়েছেন, যাঁরা কোভিড টিকা নিয়েছেন।
দোকান মালিক সঞ্জয় রানা চন্ডীগড়ের সেক্টর-২৯ এ সাইকেল করে সেই সমস্ত ব্যক্তি, যাঁরা টিকা নিয়েছেন সেদিনই তাঁদের বিনামূল্যে ছোলা বাটোরা খাইয়েছেন, বলে প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এ জানান। শ্রী মোদী দোকান মালিক শ্রী রানার এই অভিনব চেষ্টার প্রশংসা করেছে বলেছেন, সমাজিক কল্যাণ, সেবার মানসিকতা ও কর্তব্যবোধ টাকার চেয়েও বেশি জরুরি।
 
CG/BD/SB



(Release ID: 1738870) Visitor Counter : 159


Read this release in: English