স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা প্রায় ৪৩ কোটির মাইলফলক ছাড়িয়েছে
সুস্থতার হার বেড়ে ৯৭.৩৬ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৭৪২
ভারতে বর্তমানে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ২১২, যা মোট আক্রান্তের ১.৩০ শতাংশ
দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.৩১ শতাংশ, যা লাগাতার ৩৪ দিন ৩ শতাংশের নীচে
Posted On:
25 JUL 2021 3:35PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ জুলাই, ২০২১
দেশে গতকাল কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা প্রায় ৪৩ কোটির মাইলফলক ছাড়িয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী, সামগ্রিকভাবে ৪৩ কোটি ৩১ লক্ষ ৫০ হাজার ৮৬৪টি টিকার ডোজ দেওয়া হয়েছে। একইভাবে, গত ২৪ ঘণ্টায় ৫১ লক্ষ ১৮ হাজার ২১০টি টিকাকরণ হয়েছে।
দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণের মধ্যে :
স্বাস্থ্য কর্মীরা প্রথম ডোজ পেয়েছেন – ১,০২,৮৬,৫১২; দ্বিতীয় ডোজ – ৭৬,৯৮,৩৪৩
করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা কর্মীরা প্রথম ডোজ পেয়েছেন – ১,৭৮,৫২,৪৪০; দ্বিতীয় ডোজ – ১,০৮,১৯,৪৫৭
১৮-৪৪ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন – ১৩,৮১,০৯,৫০৯; দ্বিতীয় ডোজ – ৬০,৬২,৩৭১
৪৫-৫৯ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন – ১০,০৭,২১,৮০৩; দ্বিতীয় ডোজ – ৩,৪২,৯৯,৬১০
ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন – ৭,৩৪,১৭,৪৩১; দ্বিতীয় ডোজ – ৩,৩৮,৮৩,৩৮৮।
উল্লেখ করা যেতে পারে, সারা দেশে গত ২১ জুন থেকে সর্বজনীন কোভিড-১৯ টিকাকরণের নতুন পর্যায়ের সূচনা হয়েছে। কেন্দ্রীয় সরকার সারা দেশে কোভিড-১৯ টিকাকরণে গতি ও পরিধি সম্প্রসারণে অঙ্গীকারবদ্ধ।
মহামারী শুরুর সময় থেকে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩ কোটি ৫ লক্ষ ৪৩ হাজার ১৩৮ জন আরোগ্য লাভ করেছেন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৯৭২ জন। এর ফলে, সামগ্রিকভাবে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.৩৬ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭৪২ জন। লাগাতার ২৮ দিন দৈনিক-ভিত্তিতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পাশাপাশি ধারাবাহিকভাবে সমন্বয়মূলক প্রয়াসের ফলে এই সাফল্য অর্জিত হয়েছে।
দেশে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ২১২, যা মোট আক্রান্তের কেবল ১.৩০ শতাংশ।
দেশে নমুনা পরীক্ষার ক্ষমতা ও পরিকাঠামো অগ্রগতির ফলে গত ২৪ ঘণ্টায় মোট ১৭ লক্ষ ১৮ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সারা দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৪৫ কোটি ৬২ লক্ষ ৮৯ হাজার ৫৬৭।
সারা দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়ে চলেছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ক্রমাগত হ্রাস পাচ্ছে বলে লক্ষ্য করা গেছে। সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ২.২৪ শতাংশ। অন্যদিকে, আজ দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ২.৩১ শতাংশ। উল্লেখযোগ্য বিষয় হ’ল দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার লাগাতার ৩৪ দিন ৩ শতাংশের নীচে রয়েছে। একইভাবে, আক্রান্তের হারও গত ৪৮ দিন ৫ শতাংশের নীচে নেমে এসেছে।
CG/BD/SB
(Release ID: 1738813)
Visitor Counter : 172