অর্থমন্ত্রক

লাইসেন্স/রেজিস্ট্রেশনের পুনর্নবীকরণের আবশ্যিকতা দূর করে সিবিআইসি কর মান্যতার বোঝা হ্রাস করেছে

Posted On: 24 JUL 2021 3:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ জুলাই, ২০২১

কেন্দ্রীয় পরোক্ষ কর ও সীমাশুল্ক পর্ষদ (সিবিআইসি) কাস্টম ব্রোকার অথরাইজড্ কেরিয়ারদের জারি করা লাইসেন্স/রেজিস্ট্রেশনের পুনর্নবীকরণের আবশ্যিকতা গত ২৩ জুলাই থেকে সমাপ্ত করেছে। এর ফলে, বাণিজ্য খাতে কর মান্যতা সংক্রান্ত খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। আগে এ ধরনের লাইসেন্স/রেজিস্ট্রেশন পুনর্নবীকরণের জন্য আবেদনপত্রের পাশাপাশি একাধিক নথিপত্র দাখিল করতে হ’ত।
২০১৮’র কাস্টম ব্রোকার লাইসেন্সিং রেগুলেশন এবং ২০১৮’র সী-কার্গো মেনিফেস্ট অ্যান্ড ট্রানশিপমেন্ট রেগুলেশন – এ সংশোধনের ফলে বর্তমানে চালু লাইসেন্স/রেজিস্ট্রেশনগুলির বৈধতা আজীবন হয়ে যাবে।
আরও একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসাবে স্বেচ্ছায় যে কোনও ব্যক্তি তাঁর লাইসেন্স/রেজিস্ট্রেশন জমা করতে পারেন। এমনকি, এক বছরেরও আগে যে সমস্ত লাইসেন্স/রেজিস্ট্রেশন ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় হয়ে গেছে, সেগুলিকে অকেজো বলে ঘোষণা করার সংস্থান সংশোধনীতে রাখা হয়েছে। এই সংশোধনের ফলে অসাধু ব্যক্তিরা লাইসেন্স/রেজিস্ট্রেশনের অবৈধ ব্যবহার থেকে বিরত থাকবেন। অসাধু ব্যক্তিরা লাইসেন্স/রেজিস্ট্রেশনের অবৈধ ব্যবহার করে অন্যায়ভাবে রপ্তানি সম্পর্কিত রিফান্ড/ভাতা পেয়েছেন। কিন্তু, পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের সময় যখন তাদের কারচুপি ধরা পড়ে গেছে, তখন তারা অভিযোগের যাবতীয় দায়দায়িত্ব প্রকৃত লাইসেন্স/রেজিস্ট্রেশনধারীর বলে এড়িয়ে গেছেন। একই সঙ্গে, কাস্টম কমিশনারদের ক্ষমতায়নের মাধ্যমে প্রকৃত লেনদেনের ক্ষেত্রে সুরক্ষা কবচ সুনিশ্চিত করা হয়েছে।
লাইসেন্স/রেজিস্ট্রেশনের মেয়াদ আজীবন বৈধ থাকার ফলে ব্যবসা-বাণিজ্যে বড় সুবিধা মিলবে। এমনকি, বাণিজ্যিক কর সম্পর্কিত বাধ্য-বাধকতাগুলি সরল করে দেশে সহজে ব্যবসা-বাণিজ্যে প্রসার ঘটানো হচ্ছে। নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনর্নবীকরণের প্রয়োজনীয়তা দূর হওয়ার দরুণ সীমাশুল্ক ও বাণিজ্যের মধ্যে সংঘাত এড়ানো সম্ভব হবে। কেন্দ্রীয় পরোক্ষ কর ও সীমাশুল্ক পর্ষদের কন্টাক্টলেস কাস্টম উদ্যোগের ফলে পর্ষদের তুরন্ত কাস্টম কর্মসূচির গুরুত্ব আরও বাড়ছে।

CG/BD/SB



(Release ID: 1738810) Visitor Counter : 140


Read this release in: English