যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

মীরাবাই চানু আজ মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলন বিভাগে রৌপ্যপদক জিতে টোকিও অলিম্পিকে ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন

Posted On: 24 JUL 2021 7:14PM by PIB Kolkata

নতুন দিল্লি,২৪ জুলাই, ২০২১

মীরাবাই চানু আজ মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলন বিভাগে রৌপ্যপদক জিতে টোকিও অলিম্পিকে ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন।২৬ বছর বয়সী মণিপুরের এই মহিলা ২০১৮ সালে চোট পান।এর পর সুস্থ হয়ে পুনরায় তিনি খেলার জগতে ফিরে আসেন এবং দেশের নাম উজ্জ্বল করেছেন। তাঁর এই পদক জয়ের পর অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর।এই কৃতিত্বের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা এসেছে।
এক ট্যুইট বার্তায় প্রাধান মন্ত্রী বলেছেন,"@ টোকিও ২০২০তে এর চেয়ে ভালো সুখকর সূচনা আর কি হতে পারে! ভারত @ মিরাবাই_চানুর অসাধারণ ক্রীড়াকৌশল প্রদর্শনের জন্য গর্বিত। ভারোত্তোলনে রৌপ্য পদক জয়ের জন্য তাকে অভিনন্দন। তার সাফল্য প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করবে। # চিয়ার ফর ইন্ডিয়া # টোকিও ২০২০"
মীরাবাই চানুকে অভিনন্দন জানিয়ে ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, “১৩৫ কোটি ভারতীয়র মুখে হাসি ফোটানোর জন্য প্রধানমন্ত্রী মোদী এবং দেশবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। প্রথম দিন, প্রথম পদক; আপনি দেশকে গর্বিত করেছেন। "
ইম্ফলের এসএআই সেন্টারে মীরা প্রশিক্ষণ শুরু করেছিলেন। গত পাঁচ বছরে মোট পাঁচ সপ্তাহের জন্য মণিপুরে বাড়িতে থাকতে পেরেছেন মীরাবাই চানু। এই সময়কালে, তিনি পাতিয়ালার নেতাজি সুভাষ জাতীয় ক্রীড়া প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়েছিলেন। এছাড়াও, তিনি ২০১৮ সালে আঘাতের জেরে চিকিৎসার জন্য শুধুমাত্র মুম্বাই ভ্রমণ করেছিলেন। ২০১৭সালে, টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমে তাকে অন্তর্ভুক্ত করা হয়।
এই প্রকল্পের সাহায্যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইতে যাত্রা করেন, যেখানে তাঁর পরিচিত ফিজিক্যাল থেরাপিস্ট, স্ট্রেন্থ ও কন্ডিশনার কোচ ডঃ অ্যারন হর্শিগ'এর তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেন । তিনি ২০২১ সালের এপ্রিল মাসে তাশখন্দে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে নতুন রেকর্ড গড়েন।

CG/SS

 



(Release ID: 1738656) Visitor Counter : 209


Read this release in: English