সারওরসায়নমন্ত্রক

কেন্দ্রীয় সরকার ট্রেড মার্জিনের ঊর্ধ্বসীমা স্থির করে দেওয়ায় পাঁচটি চিকিৎসা উপকরণের ৯১ শতাংশ ব্র্যান্ডের ৮৮ শতাংশ পর্যন্ত মূল্যস্তরে নিম্নমুখী সংশোধন

Posted On: 24 JUL 2021 5:46PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ জুলাই, ২০২১

 

ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) জনস্বার্থে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে পাঁচটি চিকিৎসা উপকরণের ট্রেড মার্জিনের ঊর্ধ্বসীমা স্থির করে দিয়ে গত ১৩ জুলাই বিজ্ঞপ্তি জারি করে। যে পাঁচটি চিকিৎসা উপকরণের ট্রেড মার্জিনের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়, সেগুলি হল – পালস অক্সিমিটার; ব্লাড প্রেশার মনিটরিং মেশিন; নেবুলাইজার; ডিজিটাল থার্মোমিটার এবং গ্লুকোমিটার।

উল্লেখ করা যেতে পারে, মূল্য থেকে বন্টন পর্যন্ত ক্ষেত্রে ট্রেড মার্জিনের ঊর্ধ্বসীমা ৭০ শতাংশ স্থির করা হয়েছিল। এর ফলে গত ২৩ জুলাই পর্যন্ত ৬৮৪টি সামগ্রী / ব্র্যান্ডের মধ্যে ৬২০টি সামগ্রী / ব্র্যান্ডে (৯১ শতাংশ) সর্বোচ্চ খুচরো মূল্যে নিম্নমুখী সংশোধন করা হয়েছে।

আমদানিকৃত পালস অক্সিমিটারের ব্র্যান্ডের দামের ক্ষেত্রে সর্বাধিক নিম্নমুখী সংশোধন হয়েছে। এর ফলে, প্রতি পালস অক্সিমিটারের ক্ষেত্রে দাম ২ লক্ষ ৯৫ হাজার টাকার বেশি হ্রাস পেয়েছে।

 

ক্রমিক সংখ্যা

 

 

চিকিৎসা উপকরণ

 

বিজ্ঞপ্তি জারির পর স্বীকৃত ব্র্যান্ডের সংখ্যা

 

সর্বোচ্চ খুচরো মূল্যে নিম্নমুখী সংশোধন করা ব্র্যান্ডের সংখ্যা

 

সর্বোচ্চ খুচরো মূল্যে সর্বাধিক হ্রাস

 

 

 

 

টাকা

শতাংশ

১এ

পালস অক্সিমিটার – ফিঙ্গার টিপ

১৩৬

১২৭ (৯৩%)

,১৫০

৮৮%

১বি

পালস অক্সিমিটার - অন্যান্য

৭৩

৬২ (৮৫%)

,৯৫,৩৭৫

৪৭%

ব্লাড প্রেশার মনিটরিং মেশিন

২১৬

১৯৫ (৯০%)

,৪৯৫

৮৩%

নেবুলাইজার

১৩৭

১২৪ (৯১%)

১৫,১৭৫

৭৭%

ডিজিটাল থার্মোমিটার

৮৮

৮০ (৯১%)

,৩৬০

৭৭%

গ্লুকোমিটার

৩৪

৩২ (৯৪%)

,৫০০

৮০%

 

মোট

৬৮৪

৬২০ (৯১%)

 

 

দেশী-বিদেশি সব ধরনের ব্র্যান্ডের ক্ষেত্রেই সর্বোচ্চ খুচরো মূল্যে নিম্নমুখী সংশোধন হয়েছে। সবথেকে বেশি দাম কমেছে পালস অক্সিমিটার, ব্লাড প্রেশার মনিটরিং মেশিন ও নেবুলাইজার যন্ত্রের ক্ষেত্রে। উল্লেখ করা যেতে পারে, এরকম চিকিৎসা উপকরণ অধিকাংশই আমদানি করা হয়।

সর্বোচ্চ খুচরো মূল্যে সংশোধিত হার গত ২০ জুলাই থেকে কার্যকর হয়েছে এবং সংশোধিত হারের বিষয়টি রাজ্য ড্রাগ কন্ট্রোলারদের জানিয়ে দেওয়া হয়েছে যাতে তাঁরা দামের ওপর নজরদারি চালাতে পারেন ও ন্যায্য মূল্যে গ্রাহকদের বিক্রি করা যেতে পারে। সর্বোচ্চ খুচরো মূল্যে সংশোধন সম্পর্কিত প্রয়োজনীয় প্রাসঙ্গিক যাবতীয় নীতি-নির্দেশিকা এনপিপিএ-এর ওয়েবসাইটে (www.nppa.gov.in) দেওয়া রয়েছে। এ ধরনের চিকিৎসা উপকরণের যোগান সম্পর্কে উৎপাদক ও আমদানিকারকদের ত্রৈমাসিক ভিত্তিতে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

সরকারের এই পদক্ষেপকে বণিকসভা ফিকি, অ্যাডভামেড ও অ্যামচ্যাম-এর মতো সংগঠনগুলি স্বাগত জানিয়েছে।

 

CG/BD/DM/….24th July, 2021……(377)



(Release ID: 1738625) Visitor Counter : 180


Read this release in: English