প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় নৌবাহিনীর জাহাজ ঐরাবত ইন্দোনেশিয়ায় কোভিড ত্রাণ সামগ্রী সরবরাহের জন্য জাকার্তা পৌঁছেছে
Posted On:
24 JUL 2021 5:39PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ জুলাই, ২০২১
ভারতীয় নৌবাহিনীর জাহাজ ঐরাবত আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছে। ওই জাহাজের কোভিড-১৯ সংক্রান্ত ত্রাণ সামগ্রী রয়েছে। জাহাজটিতে ১০০ মেট্রিক টন তরল অক্সিজেন এবং ৩০০ টি কন্সেনট্রেটার্স বাহি পাঁচটি ক্রায়োজেনিক কন্টেনার রয়েছে। ইন্দোনেশিয়ায় কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এগুলি ভারতের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে।
ভারতীয় নৌবাহিনীর জাহাজ ঐরাবত একটি বড় ধরনের জাহাজ, যাতে একাধিক ট্যাংক, যানবাহন এবং অন্যান্য সামরিক পণ্য বহন করতে সক্ষম। এই জাহাজটি মূলত মানবিক সহায়তা এবং দুর্যোগ জনিত কারণে ত্রাণ সামগ্রী সরবরাহের জন্য মোতায়েন করা হয়েছে। এটি ভারত মহাসাগর অঞ্চল জুড়ে বিভিন্ন ত্রাণ ব্যবস্থায় অংশ নেওয়ার জন্য রাখা হয়েছে।
ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে সাংস্কৃতিক এবং বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে। উভয় দেশ ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলগুলি সুরক্ষিত রাখতে যৌথভাবে কাজ করে চলেছে।
দু'দেশের নৌ বাহিনী নিয়মিতভাবে দ্বিপাক্ষিক অনুশীলন এবং যৌথ নৌ-মহড়া চালায়।
CG/SB
(Release ID: 1738621)
Visitor Counter : 208