কৃষিমন্ত্রক
পরম্পরাগত কৃষি বিকাশ যোজনার আওতায় জৈব পদ্ধতিতে কৃষিকাজের প্রসার
Posted On:
23 JUL 2021 12:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ জুলাই, ২০২১
পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা (পিকেভিওয়াই) ২০১৫-১৬ থেকে রূপায়িত হচ্ছে। ভারত সরকার এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে রাসায়নিক উপাদান মুক্ত জৈব চাষাবাদ পদ্ধতির প্রসারে কাজ করে চলেছে। এই কর্মসূচির আওতায় জৈব চাষাবাদের জন্য যে ক্লাস্টার গড়ে তোলা হয়েছে, এ ধরনের চাষাবাদের জন্য দক্ষতা বৃদ্ধি এবং উৎসাহ ভাতা হিসেবে তথা জৈব কৃষিজ ফসলের মূল্য সংযুক্ত তথা বিপণনে হেক্টর প্রতি প্রতি তিন বছরে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই আর্থিক সহায়তার মধ্যে ৩১ হাজার টাকা দেওয়া হয় জৈব সার সংগ্রহ, জৈব কীটনাশক সংগ্রহ, বীজ প্রভৃতি খাতে। ফসল উৎপাদনের পর তার বিপণন ও মূল্য সংযুক্তকরণ খাতে হেক্টর প্রতি প্রতি তিন বছরে ৮,৮০০ টাকা দেওয়া হয়ে থাকে। গত চার বছরে এই কর্মসূচির আওতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ১,১৯৭ কোটি ৬৪ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও, প্রতি ২০ হেক্টরে একটি করে জৈব ক্লাস্টার গঠনের জন্য এবং দক্ষতা বৃদ্ধি খাতে তিন বছরে হেক্টর প্রতি ৩ হাজার টাকা দেওয়া হয়ে থাকে।
রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর।
CG/BD/DM
(Release ID: 1738496)
Visitor Counter : 286