প্রতিরক্ষামন্ত্রক

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা আকাশ- নিউ জেনারেশন ক্ষেপণাস্ত্র সাফল্যের সাথে উৎক্ষেপণ করেছে

Posted On: 23 JUL 2021 8:24PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ জুলাই, ২০২১

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, ডিআরডিও আজ সকাল ১১-৪৫ মিনিটে ওড়িশার চাঁদিপুর থেকে সাফল্যের সাথে আকাশ- নিউ জেনারেশন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।
উচ্চগতির এই ক্ষেপণাস্ত্রটি বায়ুর লক্ষ্যে উৎক্ষেপণ করা হয়। এটি সম্পূর্ণ দেশীয় ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র, যা লক্ষ্যবস্তু ভেদ করতে অব্যর্থ।
প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দ্রুত গতির বিমান হামলার বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র কাজ করবে। এই ক্ষেপণাস্ত্রের মধ্যে মাল্টিফাংশন রাডার থেকে শুরু করে কমান্ড, নিয়ন্ত্রণ ও যোগাযোগ সহ একাধিক ব্যবস্থা রয়েছে। যে কোন আবহাওয়ায় এটি ব্যবহার করা যাবে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও এবং ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানিয়েছেন। মাত্র তিন দিনের ব্যবধানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় ডিআরডিও এবং ভারতীয় বিমানবাহিনীর তিনি প্রশংসা করেন।

CG/SB

 


(Release ID: 1738312) Visitor Counter : 243


Read this release in: English