ভূ-বিজ্ঞানমন্ত্রক

২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ৩৫ টি নতুন ভূকম্পন সংক্রান্ত পর্যবেক্ষণাগার কাজ শুরু করবে- ডক্টর জিতেন্দ্র সিং

Posted On: 23 JUL 2021 7:16PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ জুলাই, ২০২১

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ জানিয়েছেন যে, ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে সারাদেশে ৩৫ টি নতুন ভূকম্পন সংক্রান্ত পর্যবেক্ষণাগার কাজ শুরু করবে। এগুলি স্থাপনের কাজ ইতিমধ্যেই চলছে।লোকসভায় এক প্রশ্নের উত্তরে ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, জাতীয় ভূমিকম্প নেটওয়ার্কের আওতায় মোট পর্যবেক্ষণাগারের সংখ্যা ২০২১- এর ডিসেম্বরের মধ্যে বেড়ে হবে ১৫০ টি।
তিনি জানান, সরকার জাতীয় ভূমিকম্প নেটওয়ার্কের ক্ষমতা বৃদ্ধির জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। আগামী পাঁচ বছরের মধ্যে আরও একশটি কেন্দ্র গড়ে তোলা হবে।

CG/ SB

 



(Release ID: 1738266) Visitor Counter : 123


Read this release in: English