তথ্যওসম্প্রচারমন্ত্রক

নিউজ অন এআইআর রেডিওর লাইভ স্ক্রিনিং-এর আন্তর্জাতিক ক্রমতালিকা

তালিকায় অস্ট্রেলিয়া এবং ব্রিটেন উঠেছে, রেইনবো কন্নড় প্রথম ১০এ স্থান করে নিয়েছে

Posted On: 23 JUL 2021 5:53PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৩ জুলাই, ২০২১

আকাশবাণীর নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে লাইভ স্ক্রিনিং অত্যন্ত জনপ্রিয়। ভারতের বাইরে এ সংক্রান্ত যে ক্রমতালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থান এবং ব্রিটেন তৃতীয় স্থান দখল করেছে। ফিজির অবনমন হয়েছে। বর্তমানে ফিজির স্থান চতুর্থ।
আকাশবাণীর স্ক্রিনিং-এ কোডাইকানাল কেন্দ্র অষ্টম থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। আকাশবাণী তামিলকে প্রথম ১০এর থেকে সরিয়ে রেইনবো কন্নড় কামনবিলু জায়গা করে নিয়েছে।
এ সপ্তাহের ক্রমতালিকা অনুযায়ী এফএম গোল্ড দিল্লী এবং এফএম রেইনবো দিল্লী দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ কুক আইল্যান্ডে অত্যন্ত জনপ্রিয়। আকাশবাণীর কন্নড় বিভাগ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়ায় জনপ্রিয়। প্রত্যাশিতভাবেই পাকিস্তানে বিবিধ ভারতী এবং আকাশবাণী পাঞ্জাবীর অনুষ্ঠান জনপ্রিয়। মধ্যপ্রাচ্যে প্রবাসী ভারতীয়দের কারণে সংযুক্ত আরব আমীরশাহী, কুয়েত, সৌদি আরব, ওমান, বাহেরিন এবং কাতারে আকাশবাণী মালয়লীর জনপ্রিয়তার শীর্ষে।
প্রসার ভারতী সরকারি অ্যাপ এবং নিউজ অন এআইআর অ্যাপে আকাশবাণীর লাইভ স্ক্রিনিং-এর মাধ্যমে ২৪০ রকমের পরিষেবা পাওয়া যায়। নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে আকাশবাণীর অনুষ্ঠান শুধুমাত্র ভারতেই নয় বিশ্বের ৮৫টি দেশে ৮ হাজার শহরে শ্রোতারা শুনছেন। উপরে উল্লিখিত সমস্ত তথ্য ভারতে বসবাসকারী শ্রোতাদের জন্য নয়। জুলাই মাসের প্রথম পক্ষে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে এই ক্রমতালিকা তৈরি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন।
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1738079

CG/CB/NS



(Release ID: 1738226) Visitor Counter : 135


Read this release in: English