স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

এনইইটি ও অন্যান্য সর্বসাধারণ প্রবেশিকা পরীক্ষা

Posted On: 23 JUL 2021 5:48PM by PIB Kolkata

নতুন দিল্লি,২৩ জুলাই, ২০২১

এনইইটি ও অন্যান্য সর্বসাধারণ প্রবেশিকা পরীক্ষা
স্থগিত করার কেন্দ্রীয় সরকারের কোনও পরিকল্পনা নেই।চলতি বছরের আগামী ১১ সেপ্টেম্বর এনইইটি(পিজি) এবং ১২ সেপ্টেম্বর এনইইটি(ইউজি) পরীক্ষার অনুষ্ঠিত হবে।
যথাযথ সতর্কতার সঙ্গে এবং কোভিড আচরণ বিধি বজায় রাখার সহ সমস্ত নিয়ম অনুসরণ করে এই পরীক্ষা পরিচালিত হবে। এছাড়াও,নিরাপদভাবে পরীক্ষা পরিচালনার দিকে নজর রেখে পরীক্ষার্থী এবং পরীক্ষার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য নিম্নলিখিত সুরক্ষামূলক ব্যবস্থার প্রস্তাব দেওয়া হয়েছে:
পরীক্ষার্থীদের ভিড় এবং দীর্ঘ যাত্রাপথ এড়াতে সারাদেশে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে।
পরীক্ষার্থীদের যে সকল অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে, তাতে প্রার্থীদের সহজ চলাচলের সুবিধার জন্য একটি কোভিড ই-পাস পাবেন।
পরীক্ষাকেন্দ্রগুলিতে প্রার্থীদের প্রবেশ এবং প্রস্থানের ভিড় এড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সমস্ত প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা পরীক্ষা করে দেখা হবে।
পরীক্ষার্থীদের জন্য ফেস মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।তাই তাদের একটি ফেস শিল্ড, একটি মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার সমন্বিত একটি সুরক্ষামূলক কিট সরবরাহ করা হবে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিকল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার।

CG/SS

 


(Release ID: 1738223)
Read this release in: English