স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যগুলিকে সাহায্য

Posted On: 23 JUL 2021 4:46PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ জুলাই, ২০২১

কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলকে আর্থিক সহায়তা দেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা গত ২২ এপ্রিল ভারত কোভিড-১৯ আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা ও স্বাস্থ্য প্রণালী প্রস্তুত সম্পর্কিত প্যাকেজের আওতায় ১৫ হাজার কোটি টাকা অনুমোদন করেছে।
জাতীয় স্বাস্থ্য মিশন ব্যবস্থার মাধ্যমে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ২০২০-২১ অর্থবর্ষে ৮ হাজার ২৫৭ কোটি ৮৮ লক্ষ টাকার তহবিল যোগানো হয়েছে। এই টাকার মধ্যে স্বাস্থ্য কর্মীদের বিমা খাতে প্রদেয় ১১০ কোটি ৬০ লক্ষ টাকা রয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে কোভিড-১৯ টিকাকরণ অভিযানের আওতায় স্বাস্থ্য কর্মী ও অগ্রভাগে থাকা কর্মীদের টিকাকরণের জন্য রাজ্যগুলিকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। রাজ্য-ভিত্তিক আর্থিক পরিসংখ্যান এই লিঙ্কে দেওয়া রয়েছে https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738098 (অ্যানেক্সচার-২ দেখুন)। উল্লেখ করা যেতে পারে, ২০২০-২১ অর্থবর্ষে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গকে দেওয়া অনুদানের পরিমাণ ২৯৫ কোটি ২৮ লক্ষ টাকা।
দেশে করোনার দ্বিতীয় ঢেউ-এর সময় মহামারী পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশ থেকে অনুদান হিসাবে পাওয়া ত্রাণ সামগ্রীর তথ্য ও পরিসংখ্যান লিপিবদ্ধ করে রাখা হয়েছে। দেশ-ভিত্তিক প্রদেয় ত্রাণ সামগ্রীর তালিকা বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন - https://main.mohfw.gov.in/node/5551.
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রবীণ পাওয়ার।

CG/BD/SB



(Release ID: 1738158) Visitor Counter : 144


Read this release in: English