প্রধানমন্ত্রীরদপ্তর

লোকমান্য তিলকের জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

Posted On: 23 JUL 2021 12:55PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৩শে জুলাই, ২০২১

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লোকমান্য তিলককে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন।
এক গুচ্ছ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ আমি মহান লোকমান্য তিলককে প্রণাম জানাই। ১৩০কোটি ভারতবাসী এখন অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ ও সামাজিকভাবে প্রগতিশীল এক আত্মনির্ভর ভারত গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে তাঁর ভাবনা ও নীতি আগের থেকেও বেশী প্রাসঙ্গিক।
লোকমান্য তিলক ভারতীয় মূল্যবোধ ও তত্ত্বের একজন অনুসারী। শিক্ষা ও মহিলাদের ক্ষমতায়নে তাঁর ভাবনা বহু মানুষকে অনুপ্রাণিত করে। তিনি ছিলেন প্রতিষ্ঠান গড়ার কারিগর এবং অনেক প্রথম সারির প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক। বহু বছর ধরে এই সব প্রতিষ্ঠান পথপ্রদর্শকের কাজ করেছে।“

CG/CB


(Release ID: 1738058) Visitor Counter : 158


Read this release in: English