মানবসম্পদবিকাশমন্ত্রক

শিক্ষার সমান সুযোগ-সুবিধা সুনিশ্চিত করতে সরকারের একগুচ্ছ পদক্ষেপ

Posted On: 22 JUL 2021 7:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ জুলাই, ২০২১

শিশুরদের নিখরচায় অবৈতনিক শিক্ষার অধিকার আইন, ২০০৯ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ ৬-১৪ বছর বয়সী প্রত্যেক শিশুর জন্য নিকটবর্তী বিদ্যালয়ে বিনামূল্যে অবৈতনিক শিক্ষার সুযোগ করে দেবে। মহামারীর সময় শিক্ষা মন্ত্রক প্রত্যন্ত ও দূরবর্তী অঞ্চলের শিশুদের কাছে শিক্ষার সুযোগ-সুবিধা পৌঁছে দিতে একগুচ্ছ পদক্ষেপ নেয়। তপশিলি জাতি ও উপজাতির ছাত্রছাত্রীরা ছাড়াও অঞ্চল ও আর্থিক অবস্থা নির্বিশেষে সব শ্রেণীর ছাত্রছাত্রীর কাছে শিক্ষার সু্যোগ পৌঁছে দেওয়া হয়েছে। ডিজিটাল/অনলাইন/অন-এয়ার পদ্ধতিতে শিক্ষাদান সম্পর্কিত সমস্ত প্রয়াসকে একত্রিত করার লক্ষ্যে পিএম ই-বিদ্যা নামে এক সুসংবদ্ধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দীক্ষা ও স্বয়ম অনলাইন পদ্ধতিতে স্বয়মপ্রভা টিভি অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও, বিভিন্ন পদ্ধতিতে পঠন-পাঠন অব্যাহত রাখতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য প্রাজ্ঞতা নীতি-নির্দেশিকা জারি করা হয়েছে। এই নীতি-নির্দেশিকার আওতায় যেখানে ইন্টারনেট সংযোগ নেই অথবা ইন্টারনেট সংযোগের গতি অত্যন্ত মন্থর, সেই সমস্ত এলাকাগুলিতে টেলিভিশন ও বেতারের মতো মাধ্যমে শিক্ষার সুযোগ করে দেওয়া হয়েছে। এমনকি, প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যাদের কাছে শিক্ষা গ্রহণের বৈদ্যুতিন উপকরণ রয়েছে অথবা নেই, তাদের সকলের জন্য শিক্ষার একটি ভিন্ন ব্যবস্থা হিসেবে বিকল্প শিক্ষাবর্ষ প্রণয়ন করা হয়েছে। এর পাশাপাশি, কম্যুনিটি রেডিও-র মাধ্যমে আবাসিক শিক্ষার্থীদের পাঠ্য পুস্তক সরবরাহ করে গৃহ শিক্ষকদের মাধ্যমে, কম্যুনিটি ক্লাসের মাধ্যমে, নিঃশুল্ক নম্বরের মাধ্যমে এবং এসএমএস-ভিত্তিক অডিও কনটেন্ট পাঠানোর মাধ্যমে শিক্ষার সুযোগ করে দেওয়া হয়েছে। ভারতে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা সম্পর্কিত গত জুন মাসে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিভিন্ন প্রয়াসের কথা উল্লেখ রয়েছে। এই প্রতিবেদনটি দেখার জন্য পাশে লেখা লিঙ্কে ক্লিক করুন - https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/India_Report_Digital_Education_0.pdf.
রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান।

CG/BD/SB



(Release ID: 1737867) Visitor Counter : 181


Read this release in: English