বস্ত্রমন্ত্রক

জেম পোর্টালে দেড় লক্ষ তন্তুবায়ের তালিকাভুক্তি

২০২০-২১ সালে হ্যান্ডলুম এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল ভার্চুয়ালি ১২টি তাঁত মেলার আয়োজন করেছে
দেশের বিভিন্ন প্রান্তে তন্তুবায়রা যাতে তাঁদের উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রি করতে পারেন তারজন্য ৫৩টি বাজারের ব্যবস্থা করা হয়

Posted On: 22 JUL 2021 7:27PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২২ জুলাই, ২০২১

কোভিড-১৯ মহামারীর সময় তন্তুবায়রা নানা সমস্যার সম্মুখীন হন, তাদের সেই সমস্যার সুরাহা করতে কেন্দ্র বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
১. কোভিড-১৯ মহামারীর কারণে প্রথাগতভাবে মেলা বা প্রদর্শনীর আয়োজন করা সম্ভব নয়। তাই হ্যান্ডলুম এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল ভার্চুয়াল পদ্ধতিতে মেলার আয়োজন করেছিল। এর ফলে তন্তুবায়রা তাঁদের পণ্য সামগ্রী দেশে-বিদেশে বিক্রি করার সুযোগ পান। ২০২০-২১ অর্থবর্ষে কাউন্সিল ১২টি মেলার আয়োজন করেছিল। দেশ-বিদেশের উৎসাহী ক্রেতারা এই মেলায় যথেষ্ট সাড়া দিয়েছেন। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে তন্তুবায়রা যাতে তাঁদের উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রি করতে পারেন তার জন্য ৫৩টি মার্কেটিং ইভেন্টের আয়োজন করা হয়।
২. ২০২০-র আগস্ট থেকে অক্টোবরের মধ্যে দেশের বিভিন্ন রাজ্যে আলোচনাচক্রের আয়োজন করা হয়, সেখানে তন্তুবায়দের নানা প্রকল্পের সুবিধা সম্পর্কে জানানো হয়।
৩. তন্তুবায়দের সাহায্য করার জন্য সরকারের ই-মার্কেট প্লেস বা জেম পোর্টালে তন্তুবায়দের নাম নথিভুক্ত করা হয়েছে। এর ফলে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় তন্তুবায়রা তাঁদের উৎপাদিত সামগ্রী সরাসরি বিক্রি করেছেন। এ পর্যন্ত দেড় লক্ষ তন্তুবায় এই পোর্টালে নাম নথিভুক্ত করেছেন।
৪. উৎপাদন বাড়াতে, বিক্রির কাজে দক্ষতা আনতে বিভিন্ন রাজ্যে ১২৪টি তাঁত সামগ্রী উৎপাদক সংস্থা গড়ে তোলা হয়েছে। এর ফলে ওইসব সংস্থাগুলির মারফৎ তন্তুবায়রা আরও বেশি আয় করতে পারবেন।
৫. ডিজাইন রিসোর্স সেন্টার গড়ে তোলা হয়েছে। দিল্লী, মুম্বাই, বারাণসী, আমেদাবাদ, জয়পুর, ভুবনেশ্বর এবং গুয়াহাটিতে তন্তুবায় পরিষেবা কেন্দ্রে এই রিসোর্স সেন্টার গড়ে তুলতে এনআইএফটি-র সাহায্য নেওয়া হয়। তন্তুবায়রা এখান থেকে বিভিন্ন নকশা সংগ্রহ করেন। এর মাধ্যমে তাঁদের উৎপাদিত পণ্যের গুণমান বৃদ্ধি পায় এবং সেগুলি রপ্তানীযোগ্য হয়ে ওঠে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন বস্ত্র প্রতিমন্ত্রী শ্রীমতি দর্শনা জার্দোশ।

CG/CB/NS



(Release ID: 1737866) Visitor Counter : 104


Read this release in: English