স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৪১.৭৮ কোটি ছাড়িয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার ৯৭.৩৫ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৩৮৩
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৪ লক্ষ ৯ হাজার ৩৯৪, যা মোট আক্রান্তের কেবল ১.৩১ শতাংশ
দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.৪১ শতাংশ, যা লাগাতার ৩১ দিন ৩ শতাংশের নীচে

Posted On: 22 JUL 2021 3:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ জুলাই, ২০২১

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৪১ কোটি ৭৮ লক্ষ ছাড়িয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ৪১ কোটি ৭৮ লক্ষ ৫১ হাজার ১৫১। একইভাবে গত ২৪ ঘণ্টায় ২২ লক্ষ ৭৭ হাজার ৬৭৯টি টিকার ডোজ দেওয়া হয়েছে।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,০২,৭৭,৩৮৬

 

৭৬,১১,৬০০

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৭৮,২৪,৫৪৬

 

,০৫,৪৯,৮৩৫

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১৩,০৫,৫৩,৮১৬

 

৫৩,২২,৬৩৪

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৮৯,১৭,১০৩

 

,১৫,৮৫,০৯৮

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,২৬,৮৬,৩৬১

 

,২৫,২২,৭৭২

 

মোট

 

৪১,৭৮,৫১,১৫১

সর্বজনীন কোভিড-১৯ টিকাকরণের নতুন পর্যায় গত ২১ জুন থেকে শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার সারা দেশে কোভিড-১৯ টিকাকরণের গতি ও পরিধি সম্প্রসারণে অঙ্গীকারবদ্ধ।

মহামারী শুরুর সময় থেকে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ইতিমধ্যেই ৩ কোটি ৪ লক্ষ ২৯ হাজার ৩৩৯ জন আরোগ্য লাভ করেছেন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ হাজার ৬৫২ জন রোগী করোনামুক্ত হয়েছেন। এর ফলে, জাতীয় স্তরে সুস্থতার হার আরও বেড়ে ৯৭.৩৫ শতাংশ হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৩৮৩। এর ফলে, গত ২৫ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারেরও নীচে রয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের কারণেই এই সাফল্য অর্জিত হয়েছে।

ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আজ দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯ হাজার ৩৯৪, যা মোট আক্রান্তের কেবল ১.৩১ শতাংশ।

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ১৭ লক্ষ ১৮ হাজার ৪৩৯টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৪৫ কোটি ৯ লক্ষ ১১ হাজার ৭১২।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ক্রমশ নিম্নমুখী হয়েছে। সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ২.১২ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার আজ ২.৪১ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ৩১ দিন ৩ শতাংশের নীচে এবং লাগাতার ৪৫ দিন ৫ শতাংশের নীচে রয়েছে।

CG/BD/SB22_JULY_2021...…(404)…..(1737637)



(Release ID: 1737705) Visitor Counter : 166


Read this release in: English