উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
উপরাষ্ট্রপতি ঈদ-উল-আজহা' র প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন
Posted On:
21 JUL 2021 4:45PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ জুলাই, ২০২১
ভারতের উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু ঈদ-উল-আজহা' র প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন," ঈদ- উল- আজহা উপলক্ষে দেশবাসীকে আমার উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।
ইদুজ্জোহা হচ্ছে আসলে কোরবানির উৎসব, যা ঈশ্বরের প্রতি চূড়ান্ত নিষ্ঠার পরিচয় বহন করে।
আমাদের দেশের উৎসব গুলি পরিবার এবং সম্প্রদায়ের মধ্যে একত্রিত হয়ে উদযাপন করতে সাহায্য করে। তবে কোভিড-১৯ জনিত অতি মারির কারণে আমাদের সংযত হয়ে উৎসব উদযাপন করতে হবে। অত্যন্ত সর্তকতা অবলম্বন করে এবং কোভিড সুরক্ষার নিয়মাবলী মেনে ঈদ উৎসব উদযাপনের জন্য আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি।
ঈদ-উল-আজহা আমাদের জীবনে শান্তি সম্প্রীতি এবং আনন্দ নিয়ে আসুক।"
CG/ SB
(Release ID: 1737524)
Visitor Counter : 172