প্রতিরক্ষামন্ত্রক
প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে দেশীয় পদ্ধতিতে শিল্প ক্ষেত্রে ব্যবহারযোগ্য উচ্চক্ষমতা সম্পন্ন বিটা টাইটেনিয়াম অ্যালয় তৈরি করা হয়েছে
Posted On:
20 JUL 2021 8:04PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ জুলাই, ২০২১
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, ডিআরডিও-র পক্ষ থেকে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে শিল্প ক্ষেত্রে ব্যবহারযোগ্য উচ্চক্ষমতাসম্পন্ন বিটা টাইটেনিয়াম অ্যালয় তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভ্যানাডিয়াম, লোহা এবং অ্যালুমিনিয়াম। এটি অ্যারোস্পেস স্ট্রাকচারাল ফরজিংস-এর ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। উন্নত মানের এই বিটা টাইটেনিয়াম অ্যালয়টি উৎপাদন করেছে ডিআরডিও- র অধীন হায়দ্রাবাদের ডিফেন্স মেটালার্জিক্যাল রিসার্চ ল্যাবরেটরি। এই ধরনের অ্যালয় উন্নত দেশগুলিতে ইতিমধ্যেই ব্যবহার করা হচ্ছে।
অ্যারোনোটিকাল ডেভেলপমেন্ট এজেন্সি ১৫ টিরও বেশি ইস্পাত উৎপাদনকে চিহ্নিত করেছে যা ৪০ শতাংশ ওজন সাশ্রয়কারী নতুন এই অ্যালয়টি প্রতিস্থাপিত করতে পারে।
প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং এই ধরনের আলোয় উৎপাদনের জন্য ডিআরডিও কে অভিনন্দন জানিয়েছেন
CG/ SB
(Release ID: 1737338)
Visitor Counter : 206