আয়ুষ
আয়ুর্বেদিক পণ্যগুলির জন্য ডবলু এইচ ও- জিএমপি/ সি ও পিপির শংসাপত্র
प्रविष्टि तिथि:
20 JUL 2021 8:03PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ জুলাই, ২০২১
আয়ুষ মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন উত্তরাখণ্ডের আলমোড়া জেলার মোহনে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান মেডিসিনস ফার্মাসিটিক্যাল কর্পোরেশন লিমিটেড ১৮ টি আয়ুর্বেদিক পণ্যের শংসাপত্র নেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডবলু এইচও' র গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, জিএমপি / সার্টিফিকেট অফ ফার্মেসিউটিক্যাল প্রডাক্ট, সি ও পি পি-র কাছে আবেদন করেছে। এই আবেদনটি ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল কার্যালয়ের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, আয়ুষ মন্ত্রক এবং উত্তরাখণ্ড সরকারের প্রতিনিধিরা চলতি বছরের মার্চ মাসে আয়ুর্বেদিক পণ্য তৈরির এই সংস্থাটি পরিদর্শন করেছেন। যৌথ প্রতিনিধিদলের পর্যবেক্ষণ সংক্রান্ত রিপোর্ট ইতিমধ্যেই ইন্ডিয়ান মেডিসিনস ফার্মাসিটিক্যাল কর্পোরেশন লিমিটেডকে পাঠানো হয়েছে।
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী মহেন্দ্রভাই মুঞ্জাপাড়া এই তথ্য জানিয়েছেন।
CG/ SB
(रिलीज़ आईडी: 1737335)
आगंतुक पटल : 302
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English