স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯ এর বিষয়ে সর্বশেষ তথ্য
प्रविष्टि तिथि:
20 JUL 2021 5:50PM by PIB Kolkata
নতুন দিল্লি, 20শে জুলাই, ২০২১
দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ৪১ কোটি ১৮লক্ষ টিকা দেওয়া হয়েছে।
সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ৫৩হাজার ৭১০ জন।
কোভিড মুক্ত হওয়ার হার বেড়ে হয়েছে ৯৭.৩৭%।
গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ৪৫,২৫৪ জন।
এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০,০৯৩ জন, ১২৫ দিনের মধ্যে যা সর্বনিম্ন।
ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা বর্তমানে ৪,০৬,১৩০জন, ১১৭ দিনের হিসেবে যা সর্বনিম্ন।
মোট সংক্রমিতের মাত্র ১.৩% এখন চিকিৎসাধীন।
সাপ্তাহিক সংক্রমিতের হার ৫ শতাংশের নিচে রয়েছে, বর্তমানে ২.০৬%।
পরপর ২৯ দিন দৈনিক সংক্রমিতের হার ৩%র কম౼আজ এই হার ১.৬৮%।
নমুনা পরীক্ষার ক্ষমতা বেড়েছে, মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৪কোটি ৭৩ লক্ষ।
CG/CB
(रिलीज़ आईडी: 1737266)
आगंतुक पटल : 202
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English